০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

দুই দলেরই সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আদতে ম্যাচটা ‘ডেড রাবার’। কিন্তু লড়াইটা যখন ভারত ও পাকিস্তানের, সেখানে উত্তেজনার পারদ সব সময়ই থাকে তুঙ্গে। এশিয়া কাপে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

স্কোর: পাকিস্তান ৮৬/৩ (২২ ওভার)

ব্যাটিং: মালিক (৩৬), সরফরাজ (১)

উইকেট পতন: ১/২ ইমাম (২), ২/৩ ফখর (০), ৩/৮৫ বাবর (৪৭),

পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সেই হংকংয়ের বিপক্ষেই ভারত কাল তাদের প্রথম ম্যাচ প্রায় হারতে বসেছিল। শেষ পর্যন্ত ২৬ রানের জয়ে বড় অঘটনের হাত থেকে রক্ষা পায় এশিয়া কাপের সবচেয়ে সফলতম দলটি।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজ খেলছে পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এসেছে দুটি। অভিষেকে ৩ উইকেট নেওয়ার পরও বাদ পড়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ, নেই শার্দুল ঠাকুরও। এই দুজনের জায়গায় খেলছেন জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।

পাকিস্তান একাদশ: ইমাম, ফখর, বাবর, শোয়েব মালিক, সরফরাজ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব, ফাহিম, আমির, হাসান, উসমান খান।

ভারত একাদশ: রোহিত (অধিনায়ক), ধাওয়ান, রাইডু, ধোনি, কার্তিক, যাদব, পান্ডিয়া, ভুবনেশ্বর, বুমরাহ, চাহাল, কুলদীপ।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

প্রকাশিত : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮

দুই দলেরই সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আদতে ম্যাচটা ‘ডেড রাবার’। কিন্তু লড়াইটা যখন ভারত ও পাকিস্তানের, সেখানে উত্তেজনার পারদ সব সময়ই থাকে তুঙ্গে। এশিয়া কাপে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

স্কোর: পাকিস্তান ৮৬/৩ (২২ ওভার)

ব্যাটিং: মালিক (৩৬), সরফরাজ (১)

উইকেট পতন: ১/২ ইমাম (২), ২/৩ ফখর (০), ৩/৮৫ বাবর (৪৭),

পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সেই হংকংয়ের বিপক্ষেই ভারত কাল তাদের প্রথম ম্যাচ প্রায় হারতে বসেছিল। শেষ পর্যন্ত ২৬ রানের জয়ে বড় অঘটনের হাত থেকে রক্ষা পায় এশিয়া কাপের সবচেয়ে সফলতম দলটি।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই আজ খেলছে পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এসেছে দুটি। অভিষেকে ৩ উইকেট নেওয়ার পরও বাদ পড়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ, নেই শার্দুল ঠাকুরও। এই দুজনের জায়গায় খেলছেন জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।

পাকিস্তান একাদশ: ইমাম, ফখর, বাবর, শোয়েব মালিক, সরফরাজ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব, ফাহিম, আমির, হাসান, উসমান খান।

ভারত একাদশ: রোহিত (অধিনায়ক), ধাওয়ান, রাইডু, ধোনি, কার্তিক, যাদব, পান্ডিয়া, ভুবনেশ্বর, বুমরাহ, চাহাল, কুলদীপ।