বিয়ের পর থেকে খবরের শিরোনামে আনুশকা মানেই বিরাট কোহলি জড়িত। ভারতে ক্রিকেট দলের খেলার খবরের শিরোনামেও আনুশকা। এছাড়া কোহলির সাথে ঘুরে বেড়ানোর খবর তো রয়েছেই। শেষ পর্যন্ত সবকিছু বাদ দিয়ে আবারো বলিউডের ফিরেছেন এই নায়িকা।
আনুশকা বর্তমানে ‘সুঁই ধাগা:মেড ইন ইন্ডিয়া’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। প্রথমবারের মতো বরুণ ও আনুশকাকে একপর্দায় দেখতে পাবেন দর্শকরা। আর দু’জনই এখন ব্যস্ত সিনেমার প্রচারণা নিয়ে। সিনেমার প্রথম পোস্টারটি আনুশকা তার ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার সিনেমার ভিন্ন প্রচারণায় দেখা গেল তাকে।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায়, একটি সুঁইয়ে সুতো ঢোকাচ্ছেন তিনি। আর একটি চ্যালেঞ্জ ছুঁড়ছেন বিভিন্ন তারকাকে। এবার শাহরুখ খানকে এই চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। এছাড়া ভিডিওটিতে আনুশকার সাথে বরুণকেও দেখা গেছে।
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘সুঁই ধাগা: মেড ইন ইন্ডিয়া’ সিনেমাটি।


























