পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, একটি দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়ার পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগের ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে দেশের সবক্ষেত্রে ততো টেকসই উন্নয়ন অর্জিত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগেকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বক্সগঞ্জ মোহনপুর (টমছম ব্রিজ) থেকে নোয়াখালী (বেগমগঞ্জ) মহাসড়ক চারলেন উন্নীতকরণ প্রকল্পের আওতায় টমছম ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, নোয়াখালী ও লক্ষ্মীপুরের লাখ লাখ যাত্রী সড়ক পথে বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে লাকসাম কুমিল্লা সড়ক পথে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে যাতায়াত করেন। প্রতিদিন হাজার হাজার যানবাহন বেগমগঞ্জ-লাকসাম-কুমিল্লা সড়কে চলাচল করায় এর গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বেগমগঞ্জ থেকে কুমিল্লা শহরের টমছম ব্রিজ পর্যন্ত ৫৯ কিলোমিটার সড়ক বর্ধিত না হওয়ায় প্রতিনিয়ত যানজট ও সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই নোয়াখালীর বেগমগঞ্জ থেকে টমছম ব্রিজ পর্যন্ত ৫৯ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করা অত্যন্ত জরুরি।
মুস্তফা কামাল বলেন, এ প্রকল্পের জন্য ২১৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং ৫৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণকাজের জন্য ২০২০ সালের জুন মাস নির্ধারণ করা হয়েছে। ইতোপূর্বে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সোনাপুর জিরোপয়েন্ট পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার জন্য একনেকে ৯৭০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে।
সড়ক ও মহাসড়ক অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার ও সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফজ্জল হায়দার প্রমুখ।




















