কন্যা সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। বুধবার সন্ধ্যায় বগুড়ার একটি হাসপাতালে নবজাতকের জন্ম হয়।
সন্তানের নাম আলিমা আঞ্জুম পায়রা রেখেছেন বলে জানিয়েছেন লুইপা। লুইপা বলেন, ‘মা হওয়ার পর আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমি মন থেকে চেয়েছিলাম আমার একটা কন্যা সন্তান হোক।’
লুইপা আরো বলেন, ‘আমি ও সন্তান দুজনই সুস্থ আছি। সবাই দোয়া করবেন।’
বগুড়ার নিজেদের বাড়িতে কিছুদিন থাকবেন লুইপা। এরপর ফিরবেন ঢাকায়। লুইপার স্বামী আলমগীর হোসেন অক্টোপ্যাডবাদক। ২০১৩ সালে ১২ জুলাই বিয়ে করেন তাঁরা। ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১০’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিচিতি পান লুইপা। এরপর নিয়মিত গান করছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পেয়েছেন লুইপা।


























