১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সেন্সরের ছাড়পত্র পেল ‘নায়ক’

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান নবাগতা নায়িকা অধরা খান ও নায়ক বাপ্পীকে নিয়ে নির্মাণ করেছেন ‘নায়ক’ ছবিটি। ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। যার ধারাবাহিকতায় রবিবার সেন্সরের ছবিটি প্রদর্শিত হয় এবং সেদিনই সেন্সর বোর্ডে আনকাট ছাড়পত্র দেয় ছবিটিকে।

ছবির নির্মাতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমারা রবিবার ছবিটি সেন্সরে জমা দিয়েছিলাম। সেখানে দেখার পর আনকাট ছাড় পত্র দেয় সেন্সর বোর্ড।

সম্প্রতি এই ছবির ‘এলোমেলো’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব।

‘নায়ক’ ছবিটিতে বাপ্পি-অধরা ছাড়াও আরও অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সেন্সরের ছাড়পত্র পেল ‘নায়ক’

প্রকাশিত : ০৯:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান নবাগতা নায়িকা অধরা খান ও নায়ক বাপ্পীকে নিয়ে নির্মাণ করেছেন ‘নায়ক’ ছবিটি। ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। যার ধারাবাহিকতায় রবিবার সেন্সরের ছবিটি প্রদর্শিত হয় এবং সেদিনই সেন্সর বোর্ডে আনকাট ছাড়পত্র দেয় ছবিটিকে।

ছবির নির্মাতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমারা রবিবার ছবিটি সেন্সরে জমা দিয়েছিলাম। সেখানে দেখার পর আনকাট ছাড় পত্র দেয় সেন্সর বোর্ড।

সম্প্রতি এই ছবির ‘এলোমেলো’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব।

‘নায়ক’ ছবিটিতে বাপ্পি-অধরা ছাড়াও আরও অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

বিবি/এসআর