০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

আসিফ-নিশোর ‘তোমাকে যেন ভুলে যাই’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
  • 179

ফারহানা নিশো একজন সংবাদ পাঠিকা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবেই পরিচিত সবার কাছে। তবে, ২০০১ সালের আইয়ুব বাচ্চুর ‘কষ্ট’ গানের মডেল হিসেবে হাজির হয়েছিলেন তিনি। সেটা ১৭ বছর আগের পুরানো গল্প। নতুন গল্প হলো, দীর্ঘ ১৭ বছর পর আবারো কোন গানে মডেল হিসেবে দর্শক শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই আলোচিত মুখ।

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের গান দিয়ে মডেলিংয়ে ফিরলেন নিশো। আসিফ ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে দারুন চমকই বলা যায়। ‘তোমাকে যেন ভুলে যাই’ শিরোনামের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। থাকবেন আসিফ আকবরও।

তবে নতুন খবর হলো, তরুন মুন্সীর কথা, সুর ও সঙ্গীতে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হচ্ছে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

এ প্রসঙ্গে নিশো বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। আমি তো মডেল নই। একজন উপস্থাপক। তবে এবার আসিফ ভাইয়ের উৎসাহেই গানের মডেল হয়েছি। এতে আসিফ ভাই ও আমার বাস্তব জীবন তুলে ধরা হয়েছে। এখানে আমাকে একজন সফল উপস্থাপক ও আসিফ ভাইকে সফল গায়ক দেখানো হয়েছে।’

আসিফ আকবর বলেন, ‘গানটি রোমান্টিক ঘরানার। এতে আমার বিপরীতে রয়েছেন ফারহানা নিশো। ও অনেক বছর পর কোনো গানের ভিডিওতে কাজ করছে। এটা দারুণ একটি বিষয়। আমার ভক্তদের জন্যে এটা দারুণ এক উপহার হতে যাচ্ছে।’ আর ভিডিও’র বিষয়ে কিছু বলতে চাই না। আমার ভক্তরা দেখলেই বুঝতে পারবে সৈকত নাসির কি বানিয়েছে।

‘ধ্রুব মিউজিক স্টেশন’ ডিএমএস সুত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গানটির ভিডিও প্রকাশ করা হবে তাদের ইউটিউব চ্যানলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আসিফ-নিশোর ‘তোমাকে যেন ভুলে যাই’

প্রকাশিত : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ফারহানা নিশো একজন সংবাদ পাঠিকা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবেই পরিচিত সবার কাছে। তবে, ২০০১ সালের আইয়ুব বাচ্চুর ‘কষ্ট’ গানের মডেল হিসেবে হাজির হয়েছিলেন তিনি। সেটা ১৭ বছর আগের পুরানো গল্প। নতুন গল্প হলো, দীর্ঘ ১৭ বছর পর আবারো কোন গানে মডেল হিসেবে দর্শক শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই আলোচিত মুখ।

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের গান দিয়ে মডেলিংয়ে ফিরলেন নিশো। আসিফ ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে দারুন চমকই বলা যায়। ‘তোমাকে যেন ভুলে যাই’ শিরোনামের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে তাকে। থাকবেন আসিফ আকবরও।

তবে নতুন খবর হলো, তরুন মুন্সীর কথা, সুর ও সঙ্গীতে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ হচ্ছে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

এ প্রসঙ্গে নিশো বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। আমি তো মডেল নই। একজন উপস্থাপক। তবে এবার আসিফ ভাইয়ের উৎসাহেই গানের মডেল হয়েছি। এতে আসিফ ভাই ও আমার বাস্তব জীবন তুলে ধরা হয়েছে। এখানে আমাকে একজন সফল উপস্থাপক ও আসিফ ভাইকে সফল গায়ক দেখানো হয়েছে।’

আসিফ আকবর বলেন, ‘গানটি রোমান্টিক ঘরানার। এতে আমার বিপরীতে রয়েছেন ফারহানা নিশো। ও অনেক বছর পর কোনো গানের ভিডিওতে কাজ করছে। এটা দারুণ একটি বিষয়। আমার ভক্তদের জন্যে এটা দারুণ এক উপহার হতে যাচ্ছে।’ আর ভিডিও’র বিষয়ে কিছু বলতে চাই না। আমার ভক্তরা দেখলেই বুঝতে পারবে সৈকত নাসির কি বানিয়েছে।

‘ধ্রুব মিউজিক স্টেশন’ ডিএমএস সুত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গানটির ভিডিও প্রকাশ করা হবে তাদের ইউটিউব চ্যানলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বিবি/জেজে