ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে চলচ্চিত্রপাড়া এফডিসিতে শুরু হয় নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
ভোট গণনা শেষে আজ শনিবার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নাট্য পরিচালক সালাউদ্দিন লাভলু। আর সাধারণ সম্পাদক হয়েছেন নির্মাতা এস এ হক অলিক।
নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এবার নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। আর মোট ভোটার ৪৯০ জন।
লাভলুর প্রতিদ্বন্দ্বী ছিলেন সৈয়দ আওলাদ। তিনি পেয়েছেন ১৭৩ ভোট। আর ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লাভলু।
আর অলিকের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এম কামরুজ্জামান। ২০২ ভোট পেয়ে জয়ী অলিকের প্রতিদ্বন্দ্বীরা পেয়েছেন যথাক্রমে ১৭৯ ও ৫১ ভোট।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন। কমিশনার ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও এস এম মহসীন।
আর আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
বিবি/এসআর


























