০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

রেগে গিয়ে এ কী করলেন দেব

সাদা জামা পরিহিত এক যুবক। মুখটা স্পষ্ট নয়। কথা বলছিলেন ভারতের বাংলা সিনেমার সুপারস্টার দেবের সঙ্গে। কথা বলার একপর্যায়ে ওই যুবককে লক্ষ্য করে দেব তেড়ে আসেন। তবে এই সুপারস্টার যুবকের কথাবার্তায় এতটাই রেগে যান যে, শেষমেশ তাকে কসে চড় বসিয়ে দেন।

নায়িকা পূজা এসময় তার পাশে ছিলেন। তিনি দেবকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ-সংক্রান্ত ভিডিও শনিবার থেকে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

শনিবার রাতে এ নিয়ে মুখ খোলেননি দেব বা তার টিমের কোনো সদস্য। বরং প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। রোববার এ ঘটনার কারণ জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দেবের কয়েকজন ঘনিষ্টজনের রবাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দেব বরাবরই প্রমোশনের ক্ষেত্রে অন্য রকমের ভাবনা ভাবেন। ইতোমধ্যে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’,-এসব দেখেছেন দর্শক। ‘হইচই আনলিমিটেড’ রিলিজ হবে ১২ অক্টোবর। এবারেও প্রমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিও তারই অংশ। গতকাল (শনিবার) একটা নির্দিষ্ট গ্রুপ এটা করেছে। এটা শুধুমাত্র টিজার, আসল ভিডিওটা এখনও বাকি।

দেবের ঘনিষ্টজনেরা আরও জানান, কেউই এটা নিয়ে কথা বলবে না ভেবেছিলেন। তবে ভিডিওটা ফেসবুকে এমনভাবে ভাইরাল হয় যে, তারা আসল কথাটা বলতে বাধ্য হন। ওই গ্রুপও ফেসবুকে ভিডিওটা শেয়ার করে আসল সত্যিটা বলে দিয়েছে।

অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি পূজার বক্স অফিসের লড়াইয়ের অন্যতম দাবিদার। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়— ছবি হিট হওয়ার অনেক মসলাই রয়েছে। তবে দেবের প্রমোশন নিয়ে যে ইউনিক আইডিয়া, তাতে আরও কত পয়েন্ট যোগ হতে পারে তার রেজাল্ট জানা যাবে ১২ অক্টোবর।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রেগে গিয়ে এ কী করলেন দেব

প্রকাশিত : ১২:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮

সাদা জামা পরিহিত এক যুবক। মুখটা স্পষ্ট নয়। কথা বলছিলেন ভারতের বাংলা সিনেমার সুপারস্টার দেবের সঙ্গে। কথা বলার একপর্যায়ে ওই যুবককে লক্ষ্য করে দেব তেড়ে আসেন। তবে এই সুপারস্টার যুবকের কথাবার্তায় এতটাই রেগে যান যে, শেষমেশ তাকে কসে চড় বসিয়ে দেন।

নায়িকা পূজা এসময় তার পাশে ছিলেন। তিনি দেবকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ-সংক্রান্ত ভিডিও শনিবার থেকে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

শনিবার রাতে এ নিয়ে মুখ খোলেননি দেব বা তার টিমের কোনো সদস্য। বরং প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। রোববার এ ঘটনার কারণ জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দেবের কয়েকজন ঘনিষ্টজনের রবাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দেব বরাবরই প্রমোশনের ক্ষেত্রে অন্য রকমের ভাবনা ভাবেন। ইতোমধ্যে ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’,-এসব দেখেছেন দর্শক। ‘হইচই আনলিমিটেড’ রিলিজ হবে ১২ অক্টোবর। এবারেও প্রমোশনের জন্য আলাদা কিছু ভেবেছেন দেব। এই ভিডিও তারই অংশ। গতকাল (শনিবার) একটা নির্দিষ্ট গ্রুপ এটা করেছে। এটা শুধুমাত্র টিজার, আসল ভিডিওটা এখনও বাকি।

দেবের ঘনিষ্টজনেরা আরও জানান, কেউই এটা নিয়ে কথা বলবে না ভেবেছিলেন। তবে ভিডিওটা ফেসবুকে এমনভাবে ভাইরাল হয় যে, তারা আসল কথাটা বলতে বাধ্য হন। ওই গ্রুপও ফেসবুকে ভিডিওটা শেয়ার করে আসল সত্যিটা বলে দিয়েছে।

অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি পূজার বক্স অফিসের লড়াইয়ের অন্যতম দাবিদার। চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়— ছবি হিট হওয়ার অনেক মসলাই রয়েছে। তবে দেবের প্রমোশন নিয়ে যে ইউনিক আইডিয়া, তাতে আরও কত পয়েন্ট যোগ হতে পারে তার রেজাল্ট জানা যাবে ১২ অক্টোবর।