‘তোমার চোখে দু’চোখ রেখে পড়ে না চোখের পাতা। কত ভালোবাসি তোমায় জানো কি তা’ এমন কথার গান গেয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহাফুজুর রহমান।
রবিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় তিনি এ গান করেন।
তার গানের সময় হাত-তালিতে মুখোরিত হয়েছিল গোটা হলরুম। অনুষ্ঠানে আরো একটি গান শোনান তিনি। গান গাওয়ার অনুপ্রেরণা সম্পর্কে মাহাফুজুর রহমান বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে আমাকে গান গাওয়ার সাহস দিয়েছিলেন শুভ্রদেব। আর এখন আমি শিল্পী হয়ে গেছি।’
গানটি গাওয়ার সময় তিনি বলেন, ‘এবারের গানটি প্রেমিকাকে খুশি করার জন্য।’ পরের গানটির কথাগুলো ছিল এমন ‘ইচ্ছে করে দু’চোখ ভরে শুধু তোমাকে দেখতে।’
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিজে সনিকা ও আরজে নীরব। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করেন- কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যারিস্টার ফারাবী।
গ্রান্ড ফাইনালের আইকন বিচারক ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদস এবং আনিসুল ইসলাম হিরু। এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় পড়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দ্বিতীয় হয়েছেন নিশাত মাওয়া সালওয়া ও তৃতীয় হয়েছেন নাজিবা বুশরা


























