এফএম রেডিওর বেস্ট আরজে হিসেবে সম্মাননা পেলেন আরজে টুটুল। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে আইটিভি অনলাইনের আয়োজনে ‘স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিনোদন জগতের বিভিন্ন মাধমে যারা অবদান রেখেছেন তাদের সম্মাননা প্রদান করা হয়।
এবছর এফএম রেডিওর সেরা আরজে নির্বাচিত হন রেডিওটুডের হেড অব প্রোগ্রাম ডেভলপমেন্ট এবং ‘এফএম মামা’খ্যাত আরজে টুটুল।
প্রসঙ্গত, ২০১০ সালে রেডিও আমারে আমার সকাল প্রোগ্রামের মধ্য দিয়ে টুটুলের এফএম রেডিওতে যাত্রা শুরু হয়। শ্রোতা নন্দিত সময়ের এই সেরা আরজে এরপর লাভগুরু, ওল্ড ইজ গোল্ড সহ বর্তমানে রেডিওটুডের জনপ্রিয় শো ‘এফএম মামা’ উপস্থাপনা করেন।
সম্মাননা পাওয়া প্রসঙ্গে টুটুল বলেন, ‘এই অর্জন এফএম ইন্ডাস্ট্রির সকলের অর্জন এবং আমি এটা আমার শ্রোতাদের উদ্দেশ্যেই উৎসর্গ করতে চাই। যারা নতুন করে আরজে হিসেবে কাজ করার কথা ভাবছেন তাদের জন্যও এই সম্মাননা অনুপ্রেরণা যোগাবে।’


























