ইউরোপের বিভিন্ন দেশে পড়ালেখা করতে যায় বাংলাদেশি ছেলেমেয়েরা। সেখানে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নিয়ে নতুন জীবন যাপনে অভ্যস্ত হয়ে যাওয়া। এরপর নিজেদের কমিউনিটি কিংবা স্থানীয়দের সাথে গড়ে ওঠে বন্ধুত্ব।
এই বন্ধুত্ব কিংবা শিক্ষার্থীদের কমিউনিটিতে ঘটে যাওয়া নানা মজাদার, মশলাদার ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘টিং টিং’।
অনলাইন প্ল্যাটফর্ম নেট ফ্লিক্সের জন্য নির্মিত হচ্ছে ৩৪ পর্বের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ এবং মডেল ও চলচ্চিত্র অভিনেতা সাঞ্জু জন। তাদের সঙ্গে আরও দেখা যাবে সেলিনা আফ্রি, শিপন মিত্রকে। এছাড়াও সেতু হায়দার, তন্ময় ও কিছু ইউরোপিয়ান শিল্পী এতে অভিনয় করছেন।
এটি ব্রিটিশ প্রোডাকশন হলেও নেপথ্যে রয়েছে বাংলাদেশি মেকানিজম। গেল ১৪ থেকে সেপ্টেম্বর ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টায়-এর শুটিং শুরু হয়েছে।
ইউরোপের দেশ মাল্টা থেকে ইমতু বলেন, ‘মাল্টা’র বিভিন্ন লোকেশনে এই ওয়েব সিরিজের ৩৪ টি পর্ব ধারণ করা হচ্ছে। অনেক হলিউড ও বলিউড ছবির শুটিংও হয় এইসব লোকেশনে। টাইটানিকের কাজ হয়েছে। কিছুদিন আগে সালমান খানও তার সিনেমার কাজ করে গেলেন। উনাদের সঙ্গে আমাদের একটা সাক্ষাত পার্ব ছিলো। কিন্তু ভিসা জটিলতার কারণে আমাদের পৌঁছাতে দেরি হয়ে যায়।’
ইমতু আরও বলেন, ‘ওয়েব সিরিজটির পরিচালক-প্রযোজক দুজনেই বিবিসি, স্কাই টিভির জন্য বিভিন্ন প্রোডাকশন বানান। প্রযোজক হাসান ঈমান বাংলাদেশের কয়েকটি সিনেমা প্রযোজনার সঙ্গে জড়িত ছিলেন। এই ওয়েব সিরিজের কাস্টিং ডিরেক্টর সাঞ্জু জন। তিনি বলেন, শুটিংয়ের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়েই কাজ করছি। ২ মাস অপেক্ষার পর ইন্ডিয়া থেকে ভিসা পেয়েছি।’
সাঞ্জু জন কাজের অভিজ্ঞতায় বলেন, ‘বিশাল আয়োজনে কাজ করছি। অন্যরকম অভিজ্ঞতা। বিদেশিদের নির্দেশনায় বিদেশিদের সঙ্গে স্ক্রিন শেয়র করছি। কাজগুলো চমৎকার হচ্ছে। এটা সম্পূর্ণ নেটফ্লিক্সের জন্য নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলেই রিলিজ তারিখ জানানো হবে।’
জন বলেন, শুটিংয়ের ফাঁকে ফাঁকে নানা রকম বিনোদন নিয়ে মেতে আছে ওয়েব সিরিজের কলাকুলশলীরা। সম্প্রতি বাংলাদেশের শিল্পীরা মাল্টার একটি দলের সঙ্গে ক্রিকেট ম্যাচে অংশ নেয়। ২০০ বছরের পুরনো সেই মাঠে খেলায় হেরে গেলেও উপভোগ করেছেন সবাই নির্মল বিনোদন।
টিং টিং পরিচালনা করছেন রেহান মালিক। প্রযোজনা করছেন হাসান ইমাম। গেল সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এর প্রথম ধাপে শুটিং। জানুয়ারি থেকে বাকি অংশের শুটিং হবে। ‘টিংটিং’ প্রচারে আসবে আগামী বছর।


























