“সুখী সমৃদ্ধ দেশ বিনির্মানে উৎপাদন শীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় উৎপাদন শীলতা দিবস-২০১৮খ্রীঃ পালিত হয়েছে।
গতকাল মোঙ্গলবার সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদন শীলতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে এক বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে জাতীয় উৎপাদন শীলতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান এবাদ। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাস, উপজেলা মডেল প্রেস কাব সভাপতি একেএম কামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কেএম কাওছার হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নভেন্দ্র নারায়ন চৌধুরী,অফিস সহকারী ইসমাইল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, বিয়াম ল্যারেটরী স্কুল এন্ড কলেজ, আত্রাই, নওগাঁ উপধ্যাক্ষ সোহেল রানা, আত্রাই সারগাম সংঙ্গীত বিদ্য্যালয়ের অধ্যক্ষ আকতার রানা, উপজেলা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের টেকনিসিয়ান আব্দুল বারীক বিদ্যুৎ, পাঁচুপুর ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে উদ্যেক্তা এরশাদ আলী, নারী উদ্যেক্তা রওশন আরা পারভীন শিলা, ভোঁপাড়া, ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের উদ্যেক্তা শফিকুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের নারী উদ্যেক্তা আরজিনা বেগম সহ উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যোক্তাগন।
বিবি/ইএম




















