০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

১১ বছর পর নতুন গান ‘ওরে বেহিসেবি’ নিয়ে সোমা রায়

বাংলাদশে টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত ও নিয়মিত শিল্পী তিনি। ১৯৯২ সাল শিশু সংগীতশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান। অথচ কী এক অজানা কারণে, অজানা অভিমানে গত ১১ বছর ধরে অডিও ভিজ্যুয়ালে নেই তাঁর উপস্থিতি। তিনি সোমা রায়।

হ্যাঁ, অবশেষে অভিমান ভেঙে গানে ফিরলেন চট্টগ্রামের মেয়ে সোমা রায়। ১১ বছর পর ডিজিটাল ডোমেইনে প্রকাশিত হলো তাঁর নতুন গানের মিউজিক ভিডিও।

‘ওরে বেহিসেবি’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে ম্যাক্স ব্যাগ এন্টাটেইনমেন্টের ব্যানারে।

গানটির কথা সুর করেছেন প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী ও গীতিকার-সুরকার জীবক বড়ুয়া আর সংগীত আয়োজন করেছেন ‘ওয়ান অ্যান্ড ওনলি’ মুশফিক লিটু।

১১ বছর পর ‘গানে ফেরা’ ও নতুন করা গানটি প্রসঙ্গে সোমা রায় বলেন, গানটির কথা ও সুর ভালো লেগেছে। আর সে কারণেই গানটি করেছি। আর গানটি করার পেছনে জীবক দা’র সহযোগিতা ও প্রেরণা ভোলার না। তিনি আমাকে নতুন করে গানে ফেরার বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন। তাঁকে ধন্যবাদ আর সেই সাথে যাঁরা আমার গান শোনেন এবং ইতিমধ্যে শুনেছেন তাঁদের সবাইকেও ধন্যবাদ। আশা করি, যাঁরা আমার গানটি শোনেননি, তাঁদের গানটি নিরাশ করবে না।

গানটির চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। অভিনয় করেছেন অন্তু করিম ও মিমি আজমিম। ডিওপি, এডিট ও কালারের দায়িত্বে ছিলেন যধাক্রমে সানি খান, অনয় সোহাগ ও আশিকুজ্জামান অপু। প্রধান সহকারী পরিচালক ছিলেন সৌরভ নিলয়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

১১ বছর পর নতুন গান ‘ওরে বেহিসেবি’ নিয়ে সোমা রায়

প্রকাশিত : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮

বাংলাদশে টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত ও নিয়মিত শিল্পী তিনি। ১৯৯২ সাল শিশু সংগীতশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান। অথচ কী এক অজানা কারণে, অজানা অভিমানে গত ১১ বছর ধরে অডিও ভিজ্যুয়ালে নেই তাঁর উপস্থিতি। তিনি সোমা রায়।

হ্যাঁ, অবশেষে অভিমান ভেঙে গানে ফিরলেন চট্টগ্রামের মেয়ে সোমা রায়। ১১ বছর পর ডিজিটাল ডোমেইনে প্রকাশিত হলো তাঁর নতুন গানের মিউজিক ভিডিও।

‘ওরে বেহিসেবি’ শিরোনামে গানটি প্রকাশিত হয়েছে ম্যাক্স ব্যাগ এন্টাটেইনমেন্টের ব্যানারে।

গানটির কথা সুর করেছেন প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী ও গীতিকার-সুরকার জীবক বড়ুয়া আর সংগীত আয়োজন করেছেন ‘ওয়ান অ্যান্ড ওনলি’ মুশফিক লিটু।

১১ বছর পর ‘গানে ফেরা’ ও নতুন করা গানটি প্রসঙ্গে সোমা রায় বলেন, গানটির কথা ও সুর ভালো লেগেছে। আর সে কারণেই গানটি করেছি। আর গানটি করার পেছনে জীবক দা’র সহযোগিতা ও প্রেরণা ভোলার না। তিনি আমাকে নতুন করে গানে ফেরার বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন। তাঁকে ধন্যবাদ আর সেই সাথে যাঁরা আমার গান শোনেন এবং ইতিমধ্যে শুনেছেন তাঁদের সবাইকেও ধন্যবাদ। আশা করি, যাঁরা আমার গানটি শোনেননি, তাঁদের গানটি নিরাশ করবে না।

গানটির চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। অভিনয় করেছেন অন্তু করিম ও মিমি আজমিম। ডিওপি, এডিট ও কালারের দায়িত্বে ছিলেন যধাক্রমে সানি খান, অনয় সোহাগ ও আশিকুজ্জামান অপু। প্রধান সহকারী পরিচালক ছিলেন সৌরভ নিলয়।

বিবি/এসআর