০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

পায়েলকে নিয়ে শেষ হয়েছে আসিফের গানের শুটিং

‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত আসিফ আকবরের নতুন গানে এবার মডেল হয়েছেন কলকাতার আলোচিত নায়িকা পায়েল মুখার্জি। ‘ও মাইয়া রূপের মাইয়া চল দুইজনে পালাই’ এমনই কথার একটি গানে আসিফ আকবরের সঙ্গে দেখা যাবে তাকে। এরই মধ্যে গানটির শুটিংয়ে অংশগ্রহন করেছেন আসিফ আকবর ও পায়েল মুখার্জী।

সম্প্রতি রাঙামাটির সাজেকে এই গানের ভিডিওর শুটিং শেষ করেছেন তারা। এখন চলছে ভিডিও সম্পাদনার কাজ। বুধবার দুপুরে জাগো নিউজকে এমনটাই জানালেন এই ভিডিওর নির্মাতা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির।

সাজেকের মনরম লোকেশনে এই গানের সঙ্গে রোমান্সে মেতেছিলেন আসিফ ও পায়েল। গানের সঙ্গে আসিফ ও পায়েলের জমজমাট রোমান্স শিগগিরই ইউটিউবে দেখতে পারবেন দর্শক।

জানা গেল, বিগ বাজেটের রোমান্টিক এই গানটির ভিডিওর শুটিং শেষ করে কলকাতা ফিরে গেছেন পায়েল। এই প্রথমবারের মতো আসিফ আকবরের গানের মডেল হলেন পায়েল। এর আগে বাংলাদেশের ক্যাপ্টেন খান সিনেমাতে দেখা গেছে তাকে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

পায়েলকে নিয়ে শেষ হয়েছে আসিফের গানের শুটিং

প্রকাশিত : ০২:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮

‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত আসিফ আকবরের নতুন গানে এবার মডেল হয়েছেন কলকাতার আলোচিত নায়িকা পায়েল মুখার্জি। ‘ও মাইয়া রূপের মাইয়া চল দুইজনে পালাই’ এমনই কথার একটি গানে আসিফ আকবরের সঙ্গে দেখা যাবে তাকে। এরই মধ্যে গানটির শুটিংয়ে অংশগ্রহন করেছেন আসিফ আকবর ও পায়েল মুখার্জী।

সম্প্রতি রাঙামাটির সাজেকে এই গানের ভিডিওর শুটিং শেষ করেছেন তারা। এখন চলছে ভিডিও সম্পাদনার কাজ। বুধবার দুপুরে জাগো নিউজকে এমনটাই জানালেন এই ভিডিওর নির্মাতা জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির।

সাজেকের মনরম লোকেশনে এই গানের সঙ্গে রোমান্সে মেতেছিলেন আসিফ ও পায়েল। গানের সঙ্গে আসিফ ও পায়েলের জমজমাট রোমান্স শিগগিরই ইউটিউবে দেখতে পারবেন দর্শক।

জানা গেল, বিগ বাজেটের রোমান্টিক এই গানটির ভিডিওর শুটিং শেষ করে কলকাতা ফিরে গেছেন পায়েল। এই প্রথমবারের মতো আসিফ আকবরের গানের মডেল হলেন পায়েল। এর আগে বাংলাদেশের ক্যাপ্টেন খান সিনেমাতে দেখা গেছে তাকে।

বিবি/রেআ