পূজা বা যেকোনো উৎসবকে কেন্দ্র করে চলচ্চিত্র, নাটক গানের মিউজিক ভিডিওসহ নানা অনুষ্ঠান নির্মিত হয়ে থাকে। দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই নির্মিত হয় অনুষ্ঠানগুলো। তার ধারবাহিকতায় এবার দূর্গা পূজা উপলক্ষে অনলাইন প্লাটফর্ম ইউটিউবে প্রকাশ হলো গানের নান্দনিক একটি ভিডিও। যে গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন ও বাংলাদেশের কণ্ঠশিল্পী হৈমন্তী।
গানটির শিরোনাম ‘দূর্গা মা’। এর কথা লিখেছেন কলকাতার বিখ্যাত গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। গায়ক আকাশ সেন নিজেই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়। আর এটির শুটিংয়ের জন্যেই আকাশ সেন ঢাকায় এসেছিলেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানটির নিয়ে হৈমন্তী বলেন, ‘এই গানটিই দুই বাংলার প্রথম দূর্গা পূজার গান। এর আগে এমন উদ্যোগ কেউ নেননি। এদিক এটি একটি রেকর্ড। তাই আমি খুবই লাকি। ইমন ভাই দারুন একটি ভিডিও তৈরি করেছেন। গানটি প্রকাশ হওয়ার বেশ সাড়া পাচ্ছি।’
গানটির ভিডিও নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন,‘বেশ আয়োজন নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছি। যেহেতু পূজার গান তাই পূজার সব বিষয়কে এতে দেখানোর চেষ্টা করেছি। ঢাকেশ্বরী মন্দিরে এর শুটিং করার একটাই কারণ ছিল গানটিতে পূজা উৎসবের পুরোপুরি ফিলটা তুলে আনা। আমি আশা করি সেটা পেরেছি। কারণ ভিডিওটি সবার কাছে প্রশংসিত হচ্ছে।’
বিবি/রেআ


























