১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। আজ সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহ বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি বিমান ঢাকা ত্যাগ করে।

চট্টগ্রামে তৃতীয় জানাজা শেষে শনিবার বিকেলে মায়ের কবরের পাশে বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি এই শিল্পীকে শায়িত করা হবে। এখন শুধুই অপেক্ষার পালা।

এদিকে আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো একনজর দেখতে উদগ্রীব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ভক্তকুল।

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ১৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন। ১৯ অক্টোবর, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় কিংবদন্তি এ ব্যান্ড শিল্পীর মরদেহ। সেখানে সংগীত ভুবনের অনেক তারকা ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন রাজনৈতকি ব্যক্তিবর্গ আসেন শ্রদ্ধা জানাতে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।

আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালে চট্টগ্রামে। ১৯৭৮ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যান্ডসংগীত চর্চা করছিলেন। ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড দিয়ে ক্যারিয়ারের সূচনা হয় তার। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ‘সোলস’ ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন। ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন এলআরবি।

সংগীত জীবনের দীর্ঘ চার দশকে আইয়ুব বাচ্চু ‘চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’ ‘কষ্ট পেতে ভালোবাসি’ ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ ‘অবাক হৃদয়’ ‘আমিও মানুষ’ ‘কষ্ট কাকে বলে’, ‘সুখ’, ‘মন চাইলে মন পাবে’সহ অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রামে পৌঁছেছে আইয়ুব বাচ্চুর মরদেহ

প্রকাশিত : ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। আজ সকাল ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তার মরদেহ বন্দর নগরী চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স স্কয়ার হাসপাতাল থেকে শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টার মরদেহ বহনকারী ইউএস বাংলার একটি বিমান ঢাকা ত্যাগ করে।

চট্টগ্রামে তৃতীয় জানাজা শেষে শনিবার বিকেলে মায়ের কবরের পাশে বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি এই শিল্পীকে শায়িত করা হবে। এখন শুধুই অপেক্ষার পালা।

এদিকে আইয়ুব বাচ্চুকে শেষবারের মতো একনজর দেখতে উদগ্রীব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ভক্তকুল।

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ১৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন। ১৯ অক্টোবর, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় কিংবদন্তি এ ব্যান্ড শিল্পীর মরদেহ। সেখানে সংগীত ভুবনের অনেক তারকা ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন রাজনৈতকি ব্যক্তিবর্গ আসেন শ্রদ্ধা জানাতে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।

আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালে চট্টগ্রামে। ১৯৭৮ সাল থেকে তিনি বাংলাদেশে ব্যান্ডসংগীত চর্চা করছিলেন। ‘ফিলিংস’ নামের একটি ব্যান্ড দিয়ে ক্যারিয়ারের সূচনা হয় তার। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ‘সোলস’ ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন। ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন এলআরবি।

সংগীত জীবনের দীর্ঘ চার দশকে আইয়ুব বাচ্চু ‘চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’ ‘কষ্ট পেতে ভালোবাসি’ ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ ‘অবাক হৃদয়’ ‘আমিও মানুষ’ ‘কষ্ট কাকে বলে’, ‘সুখ’, ‘মন চাইলে মন পাবে’সহ অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

বিবি/জেজে