বাংলাদেশের আলোচিত নায়ক ও চলচ্চিত্র প্রযোজক অনন্ত জলিল ‘দিন-দ্য ডে’ নামে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা-পরিচালনার পাশাপাশি অভিনয়ও করতে যাচ্ছেন, সম্প্রতি এ খবর প্রকাশ হয়েছিল। এরপর এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন খবর হলো, ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকার এ নায়ক।
ইরান থেকে ২০ অক্টোবর দুপুরে এ খবর জানিয়েছেন ছবিটির ইরানি অংশের পরিচালক মুর্তজা অতাশ জমজমের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।তিনি জানান, ১৮ অক্টোবর ইরানের রাজধানী তেহরানের বিলাসবহুল হোটেল এসপিনাস প্যালেসে এ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ইরানের একটি অভিজাত হোটেলে চুক্তি স্বাক্ষরের সময় অনন্ত জলিলসহ ছবিটির সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, চুক্তি স্বাক্ষরের সময় ঢাকার ইরানিয়ান কালচারাল কাউন্সিলরের সাবেক পরিচালক সাইয়েদ হোসাইনি, অনন্ত জলিল ও মুমিত আল রশিদ ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে ছবিতে। এর শুটিং হবে ইরান, বাংলাদেশ, লেবানন ও সিরিয়াতে।
ছবিটিতে অনন্ত জলিলের বিপরীতে থাকবেন স্ত্রী ও নায়িকা বর্ষা। এ ছাড়াও সুমন ফারুক ছবিতে অভিনয় করবেন।২০১৯ সালের শুরুতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আর তারা ছাড়াও ইরান-লেবানন থেকে প্রথমসারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এ ছবিতে অভিনয় করবেন।
ছবিটি নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, ‘চলচ্চিত্রটির অধিকাংশ অংশ ইরানে শুটিং হবে। তাই ইরানে শুটিংয়ের সকল খরচ ও ইরানের শিল্পীদের খরচ সেই দেশের প্রযোজক বহন করবেন। আর বাংলাদেশের অংশের খরচ এ দেশের প্রযোজক বহন করবেন।’
‘সুতরাং চলচ্চিত্রটির বাজেট এখনো নির্ধারণ করা হয়নি। তাই আমরা নিশ্চিত না হয়ে চলচ্চিত্রটির বাজেট নিয়ে এই আলোচনা না করাই উত্তম হবে বলে আমার বিশ্বাস। আপনারা ‘‘দিন-দ্য ডে’’ যেন সফলভাবে নির্মাণ করতে পারি, সেই দোয়া করবেন বলে আশা রাখি।’
ছবিটির ইরানি অংশের পরিচালকের উপদেষ্টা মুমিত আল রশিদ জানান, ছবির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করেও একই সময়ে বাংলাদেশসহ ইরান ও অন্যান দেশে প্রদর্শন হবে। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ।
অনন্ত জলিল ২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। তার অভিনীত ছবিগুলো হলো ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম ২’।
বিবি/ ইএম


























