ঢালিউডে অভিষেক হলো আরও একজন নতুন নায়িকার। অধরা খান। তার ‘নায়ক’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। বর্তমানে দেশব্যাপী ৭০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এতে বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত এই অভিনেত্রী।
একটা সময় সিনেমা হলে গিয়ে অন্যের ছবি দেখলেও এবার দেখলেন নিজেরটা। ছবির যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানকে সঙ্গে নিয়ে শুক্রবার রাজধানীর অভিসার, সনি ও এশিয়া সিনেমা হলে দেখেছেন ছবিটি। আরও কয়েকটি হলে যাওয়ার পরিকল্পনা আছে অধরার।
ক্যারিয়ারের প্রথম ছবি হলে দেখার অভিজ্ঞতা জানতে চাইলে অধরা বলেন, দর্শকের কাছে দারুণ সাড়া পাচ্ছি। নিজের প্রথম ছবিতেই এমন সাড়া আমাকে আগামী দিনগুলোতে ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। চেষ্টা করবো দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করবে।
দর্শকরাও নায়ক ছবিটির প্রশংসা করছেন। ছবির নায়ক বাপ্পি চৌধুরী জানান, কয়েকটি হলে খোঁজ নিয়েছি। সন্ধ্যা থেকেই বিভিন্ন হলে শো হাউজফুল যাচ্ছে। ছবিটি ব্যবসা সফলের পথে। ‘নায়ক’ তেমনই একটি চলচ্চিত্র; যা দর্শকের বিনোদনের খোরাক যোগাবে।
ছবিটিতে বাপ্পি-অধরা ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়া, শিমুল খানসহ অনেকে।
আগামী ২৬ অক্টোবর অধরা খান অভিনীত আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। শাহীন-সুমন পরিচালিত সেই ছবিটির নাম ‘মাতাল’। এতে অধরার নায়ক হিসেবে অভিনয় করেছেন সাইমন সাদিক।
বিবি/রেআ


























