০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ঝড় তুলেছে ‘শেডস অব সাহো’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০২:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • 139

দীর্ঘ বিরতির পর ‘সাহো’ দিয়ে বড় পর্দায় ফিরছেন ‘বাহুবলী’ খ্যাত ভারতীয় অভিনেতা প্রভাস। ২৩ অক্টোবর ছিল তার ৩৯তম জন্মদিন। এদিন প্রভাসের ভক্তদের জন্য একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যার নাম দেয়া হয়েছে ‘শেডস অব সাহো’।

ভিডিওতে আবুধাবিতে ‘সাহো’ ছবির শ্যুটিং হওয়ার সময় পর্দার পেছনের কিছু দৃশ্য, ফুটেজ ও ছবির নির্মাণ দেখানো হয়েছে। যাতে নতুন রূপে দেখা গেছে নায়ক প্রভাসকেও। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি এরইমধ্যে ৮৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

‘সাহো’র মাধ্যমে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিতে আরও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রুফ, মন্দিরা বেদি, মহেশ মাঞ্জেরকর, চাঙ্কি পান্ডে। ছবিটি আগামী বছর তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ঝড় তুলেছে ‘শেডস অব সাহো’

প্রকাশিত : ০২:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

দীর্ঘ বিরতির পর ‘সাহো’ দিয়ে বড় পর্দায় ফিরছেন ‘বাহুবলী’ খ্যাত ভারতীয় অভিনেতা প্রভাস। ২৩ অক্টোবর ছিল তার ৩৯তম জন্মদিন। এদিন প্রভাসের ভক্তদের জন্য একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যার নাম দেয়া হয়েছে ‘শেডস অব সাহো’।

ভিডিওতে আবুধাবিতে ‘সাহো’ ছবির শ্যুটিং হওয়ার সময় পর্দার পেছনের কিছু দৃশ্য, ফুটেজ ও ছবির নির্মাণ দেখানো হয়েছে। যাতে নতুন রূপে দেখা গেছে নায়ক প্রভাসকেও। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি এরইমধ্যে ৮৬ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

‘সাহো’র মাধ্যমে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিতে আরও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রুফ, মন্দিরা বেদি, মহেশ মাঞ্জেরকর, চাঙ্কি পান্ডে। ছবিটি আগামী বছর তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে।

বিবি/জেজে