০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘শাবনূরকে শর্ত দিলেন জাজের আজিজ’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • 173

একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বিরতিতে গেছেন তিনি। ঘুরে-ফিরে দেশ ও দেশের বাইরে থাকার কারণে অভিনয়েও সময় দিতে পারেননি অনেকদিন। এখন তিনি দেশেই স্থায়ী হয়েছেন। কিন্তু সন্তান-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে দীর্ঘ বিরতিতে থাকলেও শাবনূর নামের জনপ্রিয়তা এখনো কমেনি।

দর্শকরা এখনো চান তাদের প্রিয় অভিনেত্রী শাবনূর আবার অভিনয়ে ফিরুক। কিন্তু শাবনূর ফিরবেন কবে? এ প্রসঙ্গে শাবনূর কোনো মন্তব্য না করলেও, ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন হয়ত। তেমনি এক ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বুধবার (২৪ অক্টোবর) তার বক্তব্যে এমন আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘জাজের সঙ্গে শাবনূরের কথা হয়েছে। তাকে অভিনয় করাতে গেলেতো ভালো এবং বড় চরিত্রে অভিনয় করাতে হবে। তাই একটু সময় লাগছে। আশা করছি মার্চে শুটিং শুরু করতে পারবো।’

তবে এখানেও একটা কিন্তু আছে। আবদুল আজিজ বলছেন শুটিং শুরুর আগে শাবনূরকে একটা শর্ত মানতে হবে। কি সেই শর্ত? আবদুল আজিজ খোলাখুলি বলেছেন সে কথাও। তিনি বলেছেন, ‘শাবনূরকে নিয়ে আমরা কাজ করতে চাই যদি তিনি স্লিম হোন। অর্থাৎ স্বাস্থ্য কমিয়ে ফেলতে পারলেই শুরু হতে পারে এই শুটিং।’

বিবি / ইএম

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

‘শাবনূরকে শর্ত দিলেন জাজের আজিজ’

প্রকাশিত : ০৫:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বিরতিতে গেছেন তিনি। ঘুরে-ফিরে দেশ ও দেশের বাইরে থাকার কারণে অভিনয়েও সময় দিতে পারেননি অনেকদিন। এখন তিনি দেশেই স্থায়ী হয়েছেন। কিন্তু সন্তান-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে দীর্ঘ বিরতিতে থাকলেও শাবনূর নামের জনপ্রিয়তা এখনো কমেনি।

দর্শকরা এখনো চান তাদের প্রিয় অভিনেত্রী শাবনূর আবার অভিনয়ে ফিরুক। কিন্তু শাবনূর ফিরবেন কবে? এ প্রসঙ্গে শাবনূর কোনো মন্তব্য না করলেও, ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন হয়ত। তেমনি এক ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বুধবার (২৪ অক্টোবর) তার বক্তব্যে এমন আভাস দিয়েছেন। তিনি বলেন, ‘জাজের সঙ্গে শাবনূরের কথা হয়েছে। তাকে অভিনয় করাতে গেলেতো ভালো এবং বড় চরিত্রে অভিনয় করাতে হবে। তাই একটু সময় লাগছে। আশা করছি মার্চে শুটিং শুরু করতে পারবো।’

তবে এখানেও একটা কিন্তু আছে। আবদুল আজিজ বলছেন শুটিং শুরুর আগে শাবনূরকে একটা শর্ত মানতে হবে। কি সেই শর্ত? আবদুল আজিজ খোলাখুলি বলেছেন সে কথাও। তিনি বলেছেন, ‘শাবনূরকে নিয়ে আমরা কাজ করতে চাই যদি তিনি স্লিম হোন। অর্থাৎ স্বাস্থ্য কমিয়ে ফেলতে পারলেই শুরু হতে পারে এই শুটিং।’

বিবি / ইএম