মডেল-অভিনেত্রী ফারজানা রিক্তা। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই বেশি ব্যস্ত তিনি। এবার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাওয়া নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হলেন রিক্তা। এবারই প্রথম আসিফের গানে মডেল হিসেবে কাজ করলেন এই অভিনেত্রী।
ফারজানা রিক্তা বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। সেই ছোট থেকেই আসিফ ভাইয়ের গান আমার খুব ভালো লাগে, যার কারণে আসিফ ভাইয়ের গাওয়া গানে কাজ করতে পেরে খুবই আনন্দিত।’
তিনি আরো বলেন, ‘‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি শুনে আসিফ ভাইয়ের ভক্ত হয়েছিলাম। এখন ভাবতেই ভালো লাগছে সেই আসিফ ভাইয়ের গানে কাজ করলাম। আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করে অন্যরকম ভালো লাগা কাজ করছে। তা ছাড়া আসিফ ভাই খুব ভালো মনের মানুষ।’’
‘মন বাড়ি’ শিরোনামের এ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও মারিয়া আলম। কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর করেছেন অভি আকাশ। সংগীতোয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এন. এ. খোকন। আর এতে রিক্তার সঙ্গে জুটি বেঁধেছেন দীপ। গতকাল বৃস্পতিবার ভয়েস টুডে মিডিয়া সার্কেলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
বিবি /ইএম


























