০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ভাঙা আঙুল নিয়েই চট্টগ্রামে শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সময়টা ভালোই যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ নিয়ে হাজির হলেন তিনি। ‘দেবী’ ছবির প্রচারণার কাজ করে শুক্রবার (২৬ অক্টোবর) রাতে বাসায় ফেরেন শবনম ফারিয়া। সিঁড়িতে আলো নেভানো ছিল। অসাবধানতাবশত হঠাৎ পা পিছলে পড়ে যান। হাতে মারাত্মক ব্যথা পান। তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ভাঙা আঙুল নিয়েই রোববার (২৮ অক্টোবর) সকালের ফ্লাইটে চট্টগ্রামে গিয়েছেন অভিনেত্রী। সেখানে ‘দেবী’ সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি।

এ বিষয়ে কথা হয় ফারিয়ার সাথে। তিনি বলেন, গতকাল বাসাতেই ছোট একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমার হাতের একটা আঙুল ভেঙে গেছে। কিন্তু চট্টগ্রামে আসবো, এটা আগেই ঠিক করা ছিল। কথা দিয়েছিলাম, আমি সেখানে যাবো। তাই ভাঙা আঙুল নিয়েই চট্টগ্রামে এসেছি।

এর আগে শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আঙুল ভাঙার খবর জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমাদের শুটিংয়ে একটি কথা প্রচলিত আছে, প্রপস ভাঙলে নাকি নাটক/সিনেমা হিট। ‘দেবী’ তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। এবার ব্লকবাস্টার হিট হওয়ার হাত থেকে ‘দেবী’কে কেউ বাঁচাতে পারবে না!’

অভিনেত্রী আরও লিখেছেন, আগামী ২১ দিন হাত ঠিক হওয়ার আগে কোনো শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তিনি এর জন্য দুঃখ প্রকাশও করেছেন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘সিলভার স্ক্রিন’ এবং ‘আলমাস’-এ বসে দর্শকের সঙ্গে ‘দেবী’ দেখবেন শবনম ফারিয়া। সেখানে ছবিটির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানও রয়েছেন।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’ ছবিটি। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনম বিশ্বাস।

অন্যদিকে জয়া আহসানের প্রযোজনায় প্রথম ছবি এটি। সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন- মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে ইরেশ যাকের।

‘দেবী’ ছবির সাফল্য এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখে শবনম ফারিয়া বলেছেন, ‘অনুপ্রাণিত হচ্ছি, আত্মবিশ্বাসও বাড়ছে।’ আরও বললেন, ‘যদি বলা হয়, বছরে পাঁচটা সিনেমা করতে হবে, তাতেও সমস্যা নেই। দরকার হলে নাটক বন্ধ করে সিনেমাই করব।’

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ভাঙা আঙুল নিয়েই চট্টগ্রামে শবনম ফারিয়া

প্রকাশিত : ০৮:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সময়টা ভালোই যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ নিয়ে হাজির হলেন তিনি। ‘দেবী’ ছবির প্রচারণার কাজ করে শুক্রবার (২৬ অক্টোবর) রাতে বাসায় ফেরেন শবনম ফারিয়া। সিঁড়িতে আলো নেভানো ছিল। অসাবধানতাবশত হঠাৎ পা পিছলে পড়ে যান। হাতে মারাত্মক ব্যথা পান। তাঁকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ভাঙা আঙুল নিয়েই রোববার (২৮ অক্টোবর) সকালের ফ্লাইটে চট্টগ্রামে গিয়েছেন অভিনেত্রী। সেখানে ‘দেবী’ সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি।

এ বিষয়ে কথা হয় ফারিয়ার সাথে। তিনি বলেন, গতকাল বাসাতেই ছোট একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আমার হাতের একটা আঙুল ভেঙে গেছে। কিন্তু চট্টগ্রামে আসবো, এটা আগেই ঠিক করা ছিল। কথা দিয়েছিলাম, আমি সেখানে যাবো। তাই ভাঙা আঙুল নিয়েই চট্টগ্রামে এসেছি।

এর আগে শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আঙুল ভাঙার খবর জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমাদের শুটিংয়ে একটি কথা প্রচলিত আছে, প্রপস ভাঙলে নাকি নাটক/সিনেমা হিট। ‘দেবী’ তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। এবার ব্লকবাস্টার হিট হওয়ার হাত থেকে ‘দেবী’কে কেউ বাঁচাতে পারবে না!’

অভিনেত্রী আরও লিখেছেন, আগামী ২১ দিন হাত ঠিক হওয়ার আগে কোনো শুটিংয়ে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তিনি এর জন্য দুঃখ প্রকাশও করেছেন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘সিলভার স্ক্রিন’ এবং ‘আলমাস’-এ বসে দর্শকের সঙ্গে ‘দেবী’ দেখবেন শবনম ফারিয়া। সেখানে ছবিটির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানও রয়েছেন।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’ ছবিটি। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনম বিশ্বাস।

অন্যদিকে জয়া আহসানের প্রযোজনায় প্রথম ছবি এটি। সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন- মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে ইরেশ যাকের।

‘দেবী’ ছবির সাফল্য এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখে শবনম ফারিয়া বলেছেন, ‘অনুপ্রাণিত হচ্ছি, আত্মবিশ্বাসও বাড়ছে।’ আরও বললেন, ‘যদি বলা হয়, বছরে পাঁচটা সিনেমা করতে হবে, তাতেও সমস্যা নেই। দরকার হলে নাটক বন্ধ করে সিনেমাই করব।’

বিবি/এসআর