বলিউড অভিনয়শিল্পী রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রেমের কথা এখন বলিউডের প্রায় সবার জানা, কারণ রণবীর নিজেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন। আজকাল, বলিউডে আলোচিত অন্যতম বিষয়ই এটা। রণবীর-আলিয়া একে অপরের প্রেমে বুঁদ হয়ে আছেন।
এবার শোনা যাচ্ছে, রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের সম্পর্ককে আগামী বছর পরবর্তী লেভেলে নিয়ে যেতে চান। কারণ রণবীরের একমাত্র প্রেমিকা আলিয়া যাকে কাপুর পরিবারের সবাই পছন্দ করেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
কাপুর পরিবারের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘রণবীর আলিয়াকে ভালোবাসে বিষয়টি শুধু তা নয়, বরং কাপুর পরিবারের সবাই তাকে পছন্দ করেন। রণবীরের বাবা-মা, বোন ও পরিবারের অন্য সদস্যরাও আলিয়াকে খুব পছন্দ করেন। এখন বিয়ের বিষয়টি রণবীরের মনের উপর নির্ভর করছে। তবে এ জুটি ঋষি কাপুরের সুস্থ হয়ে উঠা পর্যন্ত অপেক্ষা করবেন। আর তারপরই বিয়ের বিষয়ে দুই পরিবার কথা বলবেন।’
আলিয়া-রণবীরের বিয়ের খবর প্রকাশের পর এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এর আগে রণবীর কাপুর ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘‘আমি শুধু সিনেমা প্রচারের সময়ই মিডিয়ার সঙ্গে কথা বলে থাকি। এ সময় যদি আমি কোনো প্রেমের সম্পর্কে থাকি তাহলে তাও বলি। কিছু সময় ‘সঙ্গী’ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি থাকি না, আবার অনেক সময় এ নিয়ে লুকানোর দরকার রয়েছে বলেও মনে করি না। অবশ্যই আমাদের সম্পর্ক নিয়ে পরিহাস অথবা এটি কোনো রিয়েলিটি শোয়ে পরিণত হোক তা চাই না। আমার প্রাইভেসি এবং আমি যা আপনাদের জানাচ্ছি, সেই সত্যটিকে সম্মান করুন।’’
বিয়ের পরিকল্পনা নিয়ে রণবীর বলেছিলেন, ‘সিনেমার সঙ্গে অনেকদিন অতিবাহিত করার পর আমার মনে হয়েছে এর বাইরেও জীবন প্রয়োজন। আগামীতে হয়তো আমি অনেক বড় তারকাখ্যাতি পাব অথবা ব্যর্থ হবো কিন্তু এটি আমার কাছে কোনো বিষয় নয়। আমি যে সম্পর্ক তৈরি করছি এটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি চাই আমার বিয়ে ও সন্তান হোক।’
বলিউডে পা রাখার পর থেকেই ব্যক্তিগত সম্পর্কের কারণে বহুবার খবরে এসেছেন রণবীর কাপুর। সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। সর্বশেষ তার নামের সঙ্গে যোগ হয়েছে আলিয়া ভাটের নাম। শোনা যায়, ‘বহ্মাস্ত্র’ সিনেমার শুটিং শুরুর পর থেকেই রণবীর-আলিয়ার ঘনিষ্ঠতা তৈরি হয়।
বিবি/জেজে


























