সেরা হওয়ার ঘোষণা শুনে জ্ঞান হারালেন সুন্দরী ক্লারা সসা। ঘটনা ঘটেছে এবারের মিস প্যারাগুয়ে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে।
আর কিছুক্ষণ পরই ঘোষণা আসবে কে হবেন মিস প্যারাগুয়ে।মঞ্চে সবাই প্রস্তুত। সবাই অধীর আগ্রহে দাঁড়ানো। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন সসা। ঠিক ওই সময় কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি। তবে কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন।
ভিডিওতে দেখা যায়, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরেছিলেন ক্লারা সসা। সূত্র : জিনিউজ
ভিডিও
https://youtu.be/MOqIIMJfYGQ
বিবি/জেজে


























