সমসাময়িক সময়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন আমির খান ও শাহরুখ খান। ইন্ডাস্ট্রিতে তাদের বন্ধুত্বের কথা সবারই জানা। তার সাথে তাদের অভিমানের গল্পগুলোও জানেন অনেকে। তবুও দিনশেষে যেন অভিমানের কাছে বন্ধুত্বের জয় হয়।
মাঝে বেশ কয়েকবার তাদের বন্ধুত্বের ফাটল নিয়ে কয়েকবার সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। সেসব খবরে দুঃখও পান ভক্তরা। তবে বন্ধুত্বের সুতো কখনো ছেঁড়ার নয়।
গতকাল শাহরুখের খানের জন্মদিনে দেখা করতে আসেন আমির খান। তাই শাহরুখও বন্ধুর নতুন ছবির জন্য শুভকামনা জানাতে ভোলেননি। ছবিটি শাহরুখ তার ফেসবুক পেজে পোস্ট করে আমিরের নতুন সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’-এর জন্য শুভকামনা জানান।
বিবি/রেআ


























