আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়ন চিঠির সঙ্গে প্রত্যাহার চিঠিতেও (উইথড্রল লেটার) স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, যারা আজকে চিঠি নিচ্ছেন, প্রত্যেকের সই করা উইথড্রল লেটার আছে। যারা চিঠি নিয়ে যাচ্ছেন প্রয়োজন হলে সেখান থেকেও শরিকদের আসন ছেড়ে দেওয়া হবে। শরিকদের জন্য ৬০, ৬৫ বা ৭০ আসন ছাড়া হতে পারে। আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করছি। তারা যে তালিকা দিয়েছেন তাতে ৬৫ থেকে ৭০ আসনের বেশি হবে।
আওয়ামী লীগের ৩০০ আসনের প্রার্থী তালিকা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘আজ আমরা কোনো তালিকা দেব না। সোমবার সংবাদ সম্মেলন করে সব আসনের প্রার্থী তালিকা দেওয়া হবে।’
বিবি/ ইএম

























