পাবনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী সাবেক এমপি আহমেদ তফিজ উদ্দিন মাস্টারের জেষ্ঠ্য পুত্র, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমদে ফিরোজ কবির।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে মনোনয়নপত্র দাখিল করেন, মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার সুজিৎ কুমার দেবনাথ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, এস এম সামছুল আলম, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, মশিউর রহমান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরণ, হাসিবুল কবির মঞ্জু, অধ্যক্ষ আব্দুল বাসেত, আহমেদ ফরুখ কবির বাবু, অধ্যাপক শাজাহান আলী, আনোয়ার হোসেন আয়নাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ রায়, সুজন, আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবি/জেজে




















