খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপি নেতা নজরুল ইসলাম খানের জামায়াতে মুক্তিযোদ্ধা রয়েছে বক্তব্যের প্রতিবাদ করে বলেছেন ‘জামায়াত একটি অভিশপ্ত দল। যুদ্ধাপরাধের অভিযোগে এই দলের অনেক নেতা অভিযুক্ত। জঙ্গিবাদই দলটির আদর্শ। অথচ বিএনপি নেতা নজরুল ইসলাম খান সম্প্রতি বলেছেন, জামায়াতের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে। এই কথার মধ্য দিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন।’
আজ শুক্রবার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মাদারীপুর এলাকায় ঢাকা-২ আসনে আ’লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগসহ সব সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। উন্নয়নের এই ধারাবাহিকতা চাইলে আবারও তাকে ক্ষমতায় আনতে হবে।

























