বগুড়া-৪ আসনে স্বাক্ষর জালিয়াতির কারণ দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়
আসন্ন একাদশ সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেননা বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদনের শুনানিতে তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
বগুড়া-৪ আসনে স্বাক্ষর জালিয়াতির কারণ দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল করা হয়েছিলো।
উল্লেখ্য যে, শুরু থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিরো আলমকে মনোনয়ন দেয়া না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবেদন জমা দেন তিনি।
এদিকে, বিএনপি মনোনয়ন প্রার্থী নেতা গোলাম মাওলানা রনি, মোর্শেদ মিল্টন ও তমিজ উদ্দিনকে আপিলের আবেদন শুনানি শেষে সংশ্লিষ্ট আসনে প্রার্থীতা পুনর্বহাল করা হয়েছে।
বিবি/ ইএম

























