মহাজোটের শরিক ও আওয়ামী লীগের যেসব আসনে দ্বৈত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজনকে চূড়ান্ত করে চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীকে ভোট করবেন তাদের চিঠি দিয়ে নিশ্চিত করা হচ্ছে।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এসব চিঠি সংগ্রহ করছেন জোটের প্রার্থীরা।
এ সময় কাদের বলেন, শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ৫ টা, জাসদ (ইনু-শিরীন) ৩টা, জাসদ (আম্বিয়া-বাদল) ১, যুক্তফ্রন্ট-৩টা, তরিকত ফেডারেশন ২টা, জেপি (মনজু) ২টা নৌকা নিয়ে নির্বাচনের চূড়ান্ত চিঠি দিয়েছে। ১৭টি আসনে আওয়ামী লীগের যেখানে দ্বৈত প্রার্থী ছিল, সেখানে একজনকে চূড়ান্ত করে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকিটা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবির নানক দেবেন।
জোট শরিকদের কোনো কোনো আসনে নৌকা প্রতীকে নির্বাচন করার আহ্বান জানিয়ে জোট শরিক মেজর (অব.) আব্দুল মান্নানের উদ্দেশে কাদের বলেন, আমরা যুক্তফ্রন্টকে তিনটি আসনে নৌকা প্রতীক দিয়েছি। তারা আরও যদি বেশী আসনে নির্বাচন করতে চান, বাকিগুলোতে আপনারা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে পারেন। আমাদের কোনো আপত্তি নাই। এর বেশী আসন আমরা কাউকে দিতে পারছি না।
ওবায়দুল কাদের বলেন, জোট মহাজোটগতভাবে আমরা শরিকদের জন্য ৫৫ থেকে ৬০ সীট দিয়েছি। জাতীয় পার্টির জন্য ৪০ থেকে ৪২ আসন হবে। জাতীয় পার্টির আসনে নৌকার প্রার্থী থাকবে কি না এবিষয়ে তিনি বলেন, জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনে আমাদের কেউ দাঁড়াতে পারবে না। আগামী ৩০ ডিসেম্বরে দেশবাসীকে নৌকার মহাজোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ইনশাল্লাহ আমাদের বিজয় হবে।
১৭টি আসনে দ্বৈত প্রার্থীদের মধ্যে চিঠি প্রাপ্তরা হলেন, রংপুর ৬ শিরীন শারমিন চৌধুরী, নওগাঁ- ৫ নিজাম উদ্দিন জলিল (জন), নাটোর ১ মোহাম্মদ শহিদুল ইসলাম (বকুল), নড়াইল ১ টি এম কবিরুল হক, বরগুনা-১ দেবনাথ শম্ভু, টাঙ্গাইল- তানভীর হাসান (ছোট মনির) জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর ৫ মোঃ মোজাফফর হোসেন, কিশোরগঞ্জ ১ সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা- ৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা ৭ হাজী সেলিম, ঢাকা ১৭ আকবর হোসেন পাঠান ফারুক চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর ২ মোহাম্মদ নুরুল আমিন, চাঁদপুর ৪ মোহাম্মদ শফিকুর রহমান, লক্ষ্মীপুর-৩ একে এম শাহজাহান কামাল।
যুক্তফ্রন্ট থেকে তিনটি আসনে মনোনয়ন প্রাপ্তরা হলেন মুন্সিগনজ-১ মাহী বি চৌধুরী, লক্ষ্মীপুর- মেজর (অব.) আব্দুল মান্নান, মৌলভীবাজার-২ এম এ শাহীন।
ওয়াকার্স পার্টি থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন ঢাকা-৮ রাশেদ খান মেনন, ঠাকুরগাঁও-৩ মো. ইয়াসিন আলী, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ মুস্তফা লুতফুল্লাহ, বরিশাল-৩ টিপু সুলতান।
জাসদ (ইনু) বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ বেগম শিরীন আখতার, এবং জাসদ (বাদল-আম্বিয়া) চট্টগ্রাম-৮ মইন উদ্দিন খান বাদল।
বাংলাদেশ তরিকত ফেডারেশন চট্টগ্রাম-২ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান।
জাতীয় পার্টি (জেপি) পিরোজপুর-২ আনোয়ার হোসেন মঞ্জু, কুড়িগ্রাম-৪ রুহুল আমিন ।
বিবি/ ইএম

























