০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: নাসিম

উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে তাঁদের দ্বিমুখী ভূমিকার জন্য জনগণ তাঁদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ দেশের জনগণ তাঁদের শাসনামল দেখেছে। এখন আর কেউ অন্ধকারের পথে যেতে চায় না। আজ শুক্রবার (৭ ডিসেম্বর) যমুনা নদীর পূর্বপারে কাজিপুরের নিশ্চিন্তপুরে চরাঞ্চলের মানুষের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল নিয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরকারের নিরাপত্তা প্রটোকল ছাড়াই স্থানীয় ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কাজিপুরের বাসা থেকে বেরিয়ে আলমপুর হাইস্কুলসংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সমবেত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি স্পিডবোটে যমুনা নদী পার হয়ে নিশ্চিন্তপুর চরে পৌঁছান।

চরে পৌঁছে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে চরবাসী আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার। মতবিনিময়সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: নাসিম

প্রকাশিত : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮

উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে তাঁদের দ্বিমুখী ভূমিকার জন্য জনগণ তাঁদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ দেশের জনগণ তাঁদের শাসনামল দেখেছে। এখন আর কেউ অন্ধকারের পথে যেতে চায় না। আজ শুক্রবার (৭ ডিসেম্বর) যমুনা নদীর পূর্বপারে কাজিপুরের নিশ্চিন্তপুরে চরাঞ্চলের মানুষের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল নিয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরকারের নিরাপত্তা প্রটোকল ছাড়াই স্থানীয় ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কাজিপুরের বাসা থেকে বেরিয়ে আলমপুর হাইস্কুলসংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সমবেত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি স্পিডবোটে যমুনা নদী পার হয়ে নিশ্চিন্তপুর চরে পৌঁছান।

চরে পৌঁছে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে চরবাসী আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার। মতবিনিময়সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

বিবি/এসআর