একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা, সিলেট ও রংপুরে মোট চারটি জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ ডিসেম্বর সিলেট থেকে শুরু করে সর্বশেষ ২৪ ডিসেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভা করবেন তিনি।
আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর শনিবার সিলেটে হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)’র মাজার জিয়ারত করবেন। ওই দিন দুপুরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
তারপর ২৩ ডিসেম্বর রবিবার রংপুর যাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ১০টায় তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন। একই দিন দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এছাড়া শেখ হাসিনা আগামী ২৪ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন। সূত্র: বাসস
বিবি/জেজেে
























