০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

নেইমারকে ‘কিনতে’ প্যারিসে রিয়াল মালিক

নেইমারকে কিনতে এবার প্যারিসে যাওয়া-আসা শুরু করেছে রিয়াল মাদ্রিদের কর্তারা। বার্সেলোনার দৈনিক মুন্ডু দেপোর্তিভো জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গায় নেইমারকে বসাতে চাচ্ছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ইতোমধ্যে প্যারিসে নেইমারের বাবার সঙ্গে বৈঠক করেছেন লস ব্লাঙ্কোস মালিক।

গত সামার ট্রান্সফার উইন্ডোতে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। খুব অল্প সময়ে গোটা প্যারিসে ছড়িয়ে পড়ে নেইমারের জনপ্রিয়তা। মাঠের পারফর্মেও আলোকিত ছাপ রাখতে শুরু করেন নেইমার। এখন পর্যন্ত পিএসজির হয়ে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার।

২০১৩ সালে নেইমার যখন সান্তোস ছাড়ার পরিকল্পনা করেন, তখনই নেইমারকে কিনতে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। কিন্তু নেইমার তাদের ডাকে সাড়া না দিয়ে ক্যাম্প ন্যুতে নাম লেখান। যোগ দেওয়ার পর বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। কাতালান ক্লাবটিতে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেন নেইমার।

এবার কথা কাজে মিললেও নেইমারকে দলে ভেড়ানো রিয়ালের জন্য সহজ হবে না। প্রথমত, বিশাল অঙ্কের অর্থ গুনতে হবে রিয়ালকে। দ্বিতীয়ত, এমনি এমনি পিএসজি নেইমারকে ছেড়ে দেবে না। তাছাড়া বার্সাও নেইমারের জন্য তাদের দরজা খুলে রেখেছে। ২০২১ সালে রিয়ালে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে। সেক্ষেত্রে নেইমারকে যদি রোনালদোর রিপ্লেসমেন্ট হিসেবে আনতেই হয়, তবে ২০২১ সাল পর্যন্তও অপেক্ষা করতে হবে পেরেজকে।

প্যারিসে বেশ কয়েকজন স্বদেশী ফুটবলারকে পেয়েছেন নেইমার। যেটা পিএসজির জন্য প্লাস পয়েন্ট। পাশাপাশি পিএসজির জন্য একটা দুঃসংবাদ আছে, চলমান মৌসুমে নেইমার যদি পিএসজির হয়ে ভালো কোনো অর্জন শোকেসে তুলতে না পারেন, তবে রিয়ালের টোপ গিলেও ফেলতে পারেন এই ব্রাজিলিয়ান নাম্বার টেন। সূত্র-ডেইলিমেইল।

ট্যাগ :

নেইমারকে ‘কিনতে’ প্যারিসে রিয়াল মালিক

প্রকাশিত : ০৭:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

নেইমারকে কিনতে এবার প্যারিসে যাওয়া-আসা শুরু করেছে রিয়াল মাদ্রিদের কর্তারা। বার্সেলোনার দৈনিক মুন্ডু দেপোর্তিভো জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গায় নেইমারকে বসাতে চাচ্ছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ইতোমধ্যে প্যারিসে নেইমারের বাবার সঙ্গে বৈঠক করেছেন লস ব্লাঙ্কোস মালিক।

গত সামার ট্রান্সফার উইন্ডোতে ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। খুব অল্প সময়ে গোটা প্যারিসে ছড়িয়ে পড়ে নেইমারের জনপ্রিয়তা। মাঠের পারফর্মেও আলোকিত ছাপ রাখতে শুরু করেন নেইমার। এখন পর্যন্ত পিএসজির হয়ে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার।

২০১৩ সালে নেইমার যখন সান্তোস ছাড়ার পরিকল্পনা করেন, তখনই নেইমারকে কিনতে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। কিন্তু নেইমার তাদের ডাকে সাড়া না দিয়ে ক্যাম্প ন্যুতে নাম লেখান। যোগ দেওয়ার পর বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। কাতালান ক্লাবটিতে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেন নেইমার।

এবার কথা কাজে মিললেও নেইমারকে দলে ভেড়ানো রিয়ালের জন্য সহজ হবে না। প্রথমত, বিশাল অঙ্কের অর্থ গুনতে হবে রিয়ালকে। দ্বিতীয়ত, এমনি এমনি পিএসজি নেইমারকে ছেড়ে দেবে না। তাছাড়া বার্সাও নেইমারের জন্য তাদের দরজা খুলে রেখেছে। ২০২১ সালে রিয়ালে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে। সেক্ষেত্রে নেইমারকে যদি রোনালদোর রিপ্লেসমেন্ট হিসেবে আনতেই হয়, তবে ২০২১ সাল পর্যন্তও অপেক্ষা করতে হবে পেরেজকে।

প্যারিসে বেশ কয়েকজন স্বদেশী ফুটবলারকে পেয়েছেন নেইমার। যেটা পিএসজির জন্য প্লাস পয়েন্ট। পাশাপাশি পিএসজির জন্য একটা দুঃসংবাদ আছে, চলমান মৌসুমে নেইমার যদি পিএসজির হয়ে ভালো কোনো অর্জন শোকেসে তুলতে না পারেন, তবে রিয়ালের টোপ গিলেও ফেলতে পারেন এই ব্রাজিলিয়ান নাম্বার টেন। সূত্র-ডেইলিমেইল।