১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার রাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলফাডাঙ্গা বাজারের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের কাপড় ব্যবসায়ী ইদ্রিস মোল্লা (৪৮) ও তাঁর ভাই কাঠ ব্যাবসায়ী লাভলু মোল্লা (৪২)।

নিহতদের ভাই মো. আবুল কাসেম মোল্লা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে শেখর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাওসার শেখের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় শ্মশানঘাট এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কাওসার শেখের লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

ইদ্রিস মোল্লা ও লাভলু মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে তাঁদের মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপির তেজগাঁও বিভাগ

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০১:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার রাতে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলফাডাঙ্গা বাজারের শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের কাপড় ব্যবসায়ী ইদ্রিস মোল্লা (৪৮) ও তাঁর ভাই কাঠ ব্যাবসায়ী লাভলু মোল্লা (৪২)।

নিহতদের ভাই মো. আবুল কাসেম মোল্লা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে শেখর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাওসার শেখের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় শ্মশানঘাট এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কাওসার শেখের লোকজন তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।

ইদ্রিস মোল্লা ও লাভলু মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে তাঁদের মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।