০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

অন্ধ্র প্রদেশে নৌকাডুবিতে প্রাণহানি ১৯

অতিরিক্ত যাত্রী নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণা নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় এখনো আরো ৪ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় সোমবার সকালে আরো তিন লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার রাতে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে ডুবুরি কাজ করছে।

রাষ্ট্রীয় দুযোর্গ ব্যবস্থাপনা ও অগ্নি নির্বাপন বিভাগের মহাপরিচালক এন সত্যনারায়ণ জানিয়েছেন, ডুবে যাওয়া স্থানে পানির তীব্র স্রোত রয়েছে, তারপরও আমাদের উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাঁকে মোড় নেওয়ার সময় নৌকাটি পানির নিচে বালির স্তূপের সঙ্গে ধাক্কা খায়। এসময় যাত্রীরা আতঙ্কে এক জায়গায় জড়ো হলো ওই দুর্ঘটনা ঘটে।

রবিবার সন্ধ্যায় বিজয়াবাদ শহরের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ।

পর্যটকবাহী নৌকাটি ভবানীপুরের পুণামী ঘাট থেকে পবিত্র সঙ্গম এলাকায় যাওয়ার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাঝনদীতে ডুবে যায়। নৌকাটিতে অন্তত ৩৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পর জেলেরা ১৫ জনকে তীরে উঠাতে সক্ষম হন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ রাজ্যের কর্মকর্তারা এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। একইসঙ্গে উদ্ধারদের জরুরি চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

ট্যাগ :

অন্ধ্র প্রদেশে নৌকাডুবিতে প্রাণহানি ১৯

প্রকাশিত : ০৩:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

অতিরিক্ত যাত্রী নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণা নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় এখনো আরো ৪ জন নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় সোমবার সকালে আরো তিন লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার রাতে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে ডুবুরি কাজ করছে।

রাষ্ট্রীয় দুযোর্গ ব্যবস্থাপনা ও অগ্নি নির্বাপন বিভাগের মহাপরিচালক এন সত্যনারায়ণ জানিয়েছেন, ডুবে যাওয়া স্থানে পানির তীব্র স্রোত রয়েছে, তারপরও আমাদের উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, বাঁকে মোড় নেওয়ার সময় নৌকাটি পানির নিচে বালির স্তূপের সঙ্গে ধাক্কা খায়। এসময় যাত্রীরা আতঙ্কে এক জায়গায় জড়ো হলো ওই দুর্ঘটনা ঘটে।

রবিবার সন্ধ্যায় বিজয়াবাদ শহরের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী এনডিআরএফ।

পর্যটকবাহী নৌকাটি ভবানীপুরের পুণামী ঘাট থেকে পবিত্র সঙ্গম এলাকায় যাওয়ার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাঝনদীতে ডুবে যায়। নৌকাটিতে অন্তত ৩৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পর জেলেরা ১৫ জনকে তীরে উঠাতে সক্ষম হন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ রাজ্যের কর্মকর্তারা এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন। একইসঙ্গে উদ্ধারদের জরুরি চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।