পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করতে গ্রামের প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, হাট-বাজারের উন্নয়নমূল কাজ করে যাচ্ছেন।
শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অর্নাস) কলেজে একাডেমীক ভবন উদ্বোধন ও এইচএসসি শিক্ষার্থীদের বিদায় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রিন্স বলেন, শিক্ষার মানন্নয়নে শিক্ষক ও অভিবাভকদের সর্তক দৃষ্টি রাখতে হবে, মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে বেশি, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স, মাদক থেকে শিক্ষার্থীদের দুরে থেকে পড়া-লেখায় মনোনিবেষের আহবান জানান।
কলেজ চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশার সভাপতিত্বে ও অধ্যক্ষ নাজমুল হোসেন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে একাডেমীক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অর্নাস) কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সাত্তার বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সদর থানা আ.লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়।
এসময় আরো বক্তব্য দেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উদীয়মান আওয়ামী লীগ নেতা বদরুদ্দোজা খান মানিক, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু প্রমুখ।
বিবি/জেজে




















