‘ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা’ উড়াল দিয়েই চলে গেল চারবার পুরস্কার পাওয়া কণ্ঠশিল্পী সুবীর নন্দীর প্রাণপাখি।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত এ জনপ্রিয় শিল্পী মারা যান।
দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
তার গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ১০টি গান হলো-
ও আমার উড়াল পঙ্খী রে: ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার জনপ্রিয় গান ‘ও আমার উড়াল পংখী রে’।
https://youtu.be/Yy0m7Lo6rZ8
দিন যায় কথা থাকে: ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।
ও মাস্টার সাব: ১৯৭৮ সালে কালজয়ী বাংলা সিনেমা ‘অশিক্ষিত’-এর বিখ্যাত ‘ও মাস্টার সাব আমি দস্তখত শিখতে চাই’ গানটি ছিল সুবীর নন্দীর কণ্ঠের অন্যতম জনপ্রিয় গান।
পাখি রে তুই দূরে থাকলে: ‘লাল গোলাপ’ সিনেমার জনপ্রিয় গান ‘পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না।’
https://youtu.be/P1c8aFsRBzM
কত যে তোমাকে বেসেছি ভালো: ১৯৮৬ সালে ‘উছিলা’ সিনেমায় গাওয়া ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ সুবীর নন্দীর জনপ্রিয়তা অনেক গুণ বাড়িয়ে দেয়।
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই: ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ও জনপ্রিয়তা পায় সমান তালে।
https://youtu.be/oRStJLJscjQ
তুমি এমনই জাল পেতেছো সংসারে: ‘শুভদা’ সিনেমায় গাওয়া ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’ গান সুবীর নন্দীকে এনে দেয় দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
https://youtu.be/xRWVjNeZtw4
একটা ছিল সোনার কন্যা: ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার আরেক জনপ্রিয় গান ‘একটা ছিল সোনার কন্যা’ গানটি সুবীর নন্দীকে তৃতীয় জাতীয় পুরস্কার এনে দেয়।
https://youtu.be/34j8BfTna3E
বন্ধু হতে চেয়ে তোমার: ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’ সুবীর নন্দীর আরেকটি জনপ্রিয় গান।
https://youtu.be/jvm7KX_ejCk
কেন ভালোবাসা হারিয়ে যায়: সুবীর নন্দীর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’ গানটি।
https://youtu.be/z9sGZoUwVHk
উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত এ জনপ্রিয় শিল্পী মারা যান।
বিবি/জেজে

























