সৌদি আরবে প্রধানমন্ত্রী সাদ হারিরির অবস্থান দীর্ঘায়িত হওয়ার ঘটনাকে ‘রহস্যজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী গেবরান বাসিল।
লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে আকস্মিকভাবে পদত্যাগ করার পর দেশটি যখন গভীর রাজনৈতিক সংকটের সম্মুখীন তখন বাসিল এ মন্তব্য করলেন।
বুধবার মিশরের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল-আহরামকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বাসিল বলেন, লেবাননের ইতিহাসে এই প্রথম কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা বিদেশের মাটিতে পদত্যাগের ঘোষণা দিলেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, লেবাননে হারিরির ফিরে আসার বিষয়টিকে এখন ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে গণ্য করা হচ্ছে।
বাসিল বলেন, “চলমান ঘটনাবলীর আলোকে বিদেশের মাটিতে হারিরির পদত্যাগের ঘোষণা দেয়ার কারণগুলো জানতে লেবানন নানা পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। এছাড়া, রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার আন্তর্জাতিক চুক্তি এবং কনভেশনগুলোর প্রতি সম্মান দেখানোর পাশাপাশি স্বাধীন এবং সার্বভৌম দেশগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও লেবানন বিশেষ গুরুত্ব দিচ্ছে।”