গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৭টি আসন পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। এর মধ্যে একে একে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ও পরবর্তীতে দলীয় সিদ্ধান্তেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল বাদে বাকি ৬ নির্বাচিত সদস্য। তবে নির্বাচনের পর ৯০ দিনের সময়সীমার মধ্যে শপথ নেন নি মির্জা ফখরুল। এ কারণে নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সেই ধারাবাহিকতায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
বিবি/এমএ

























