১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় চারশ টন নকল সার জব্দ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সরকারি টিএসপি সার কারখানার পাশে ব্যক্তিমালিকানাধীন দু’টি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪শ’ টন নকল সার উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় গুদাম মালিকের ভাই ওসমান গণি রিপন এবং সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাদিপাড়া এলাকার ওমর ফারুক খোকন নামে একজনের দু’টি গুদাম থেকে র‌্যাবের একটি আভিযানিক দল এই বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

র‌্যাব জানান, একাধিক সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারি সার কারখানার পাশে নকল সারের গুদাম গড়ে তোলে। তারা টিএসপি কারখানার আসল টিএসপি সারের সাথে নকল সার মিশিলে দেশের বিভিন্ন স্থানে পাচার এবং কৃষকদের সাথে প্রতারণা করে আসছিলো।

র‌্যাব আরো জানায়, অভিযানের এই চক্রটি সার কারখানার আসল টিএসপি সারের সাথে এক ধরনের পাথর মিশ্রিত করে সারাদেশে ছড়িয়ে দিতো। আটককৃতরা আসল সারের সাথে নকল সার মিশ্রিত করে সারাদেশে নকল সার সরবরাহের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা থেকে ৫০-৬০ টাকায় টিএসপি সারের লোগো ছাপানো বস্তা কিনে আনে। এরপর এসব বস্তায় নকল সার প্যাকেটজাত করে আসল টিএসপি সার হিসেবে প্যাকেট করে তারা বাজারজাত করে। তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে বলেও স্বীকার করেছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন’র উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা

চট্টগ্রামের পতেঙ্গায় চারশ টন নকল সার জব্দ

প্রকাশিত : ০৩:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় সরকারি টিএসপি সার কারখানার পাশে ব্যক্তিমালিকানাধীন দু’টি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৪শ’ টন নকল সার উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় গুদাম মালিকের ভাই ওসমান গণি রিপন এবং সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাদিপাড়া এলাকার ওমর ফারুক খোকন নামে একজনের দু’টি গুদাম থেকে র‌্যাবের একটি আভিযানিক দল এই বিপুল পরিমাণ নকল সার উদ্ধার করে।

অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

র‌্যাব জানান, একাধিক সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সরকারি সার কারখানার পাশে নকল সারের গুদাম গড়ে তোলে। তারা টিএসপি কারখানার আসল টিএসপি সারের সাথে নকল সার মিশিলে দেশের বিভিন্ন স্থানে পাচার এবং কৃষকদের সাথে প্রতারণা করে আসছিলো।

র‌্যাব আরো জানায়, অভিযানের এই চক্রটি সার কারখানার আসল টিএসপি সারের সাথে এক ধরনের পাথর মিশ্রিত করে সারাদেশে ছড়িয়ে দিতো। আটককৃতরা আসল সারের সাথে নকল সার মিশ্রিত করে সারাদেশে নকল সার সরবরাহের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা থেকে ৫০-৬০ টাকায় টিএসপি সারের লোগো ছাপানো বস্তা কিনে আনে। এরপর এসব বস্তায় নকল সার প্যাকেটজাত করে আসল টিএসপি সার হিসেবে প্যাকেট করে তারা বাজারজাত করে। তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে বলেও স্বীকার করেছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম