জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে চলমান অভ্যন্তরীণ বিরোধ দেবর-ভাবি মিলেমিশে মেটাবেন বলে আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘জাপার নেতৃত্ব নিয়ে গৃহবিবাদ দেবর ভাবিই মেটাবেন। এখানে অন্য কারো হস্তক্ষেপ করা শোভন নয়।’
ওবায়দুল কাদের বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি সাংবাদিকদের অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়ে জি এম কাদের ও এরশাদ পত্মী রওশন এরশাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ অবস্থায় সরকারের করণীয় কিছু রয়েছে কি না? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে আগেও হস্তক্ষেপ করেনি, এবারও করবে না। জাতীয় পার্টির নেতৃত্বের বিষয়ে তাদের দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমরা চাই সবক্ষেত্রে গণতন্ত্র সমুন্নত থাকুক। তবে রাজনৈতিক দলের ভেতরে নেতৃত্ব নিয়ে বিরোধ নতুন কিছু নয়। এটা হতেই পারে। আবার দলের স্বার্থেই তা ঠিকও হয়ে যায়। জাতীয় পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
এরশাদের মৃত্যুর পর দলের সাধারণ সম্পাদক জি এম কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। পরে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেছেন, ‘আমার ওপর ভাবির (রওশন এরশাদ) আশীর্বাদ ও দোয়া রয়েছে।’ জি এম কাদেরের এমন বক্তব্যের পর গতকাল মঙ্গলবার রওশান এরশাদ দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের মনোনয়নকে অবৈধ ও অগণতান্ত্রিক বলে বিবৃতি দেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























