বাবুল হৃদয়: ঐতিহ্যবাহী চলচ্চিত্র সাংবাদিক সংগঠন (বাচসাস) ২০১৯-২০২১- এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার (২৬ জুলাই) । দুটি প্যানেল এবার নির্বাচনে প্রতিযোগিতা করছে। ‘ঐতিহ্যের বাচসাস, তারুণ্যের বাচসাস’ শ্লোগানে ‘ফালগুনী-জসীম’ প্যানেল ও সভাপতি ছাড়া লাল-সবুজ প্যানেল নিয়ে নির্বাচন করছেন কামরুজ্জামান বাবু।
সম্প্রতি উভয় প্যানেল তাদের পরিচিতি অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শেষ করেছে। প্যানেলের বাইরে থেকেও নির্বাচন করছেন সভাপতি পদে কাজী ফারুক বাবুল, সাধারন সম্পাদক পদে শপথ চৌধুরী ও সদস্য পদে মোঃ আসলাম।

২৪ জুলাই, রাতে রাজধানী পল্টনের একটি অভিজাত হোটেলে ফালগুনী হামিদ ও জসিম আনুষ্ঠানিক প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে বাচসাসের পুরনো সদস্য ও আনন্দ আলো সম্পাদক, রেজানূর রহমান বলেন, ‘দুটি প্যানেল প্রতিযোগিতা করছে। আমার আহবান আপনারা দক্ষ দেখে পক্ষ নিবেন এবং ভোট দিবেন।’
অনুষ্ঠানে ফালগুনী হামিদ বলেন, এখানে সবাই আমার পরিচিত। ৩০ বছর বিনোদন সাংবাদিকতা করেছি। এইাট আমার ভালো লাগার জায়গা। আমি সবার কাছে দোয়া চাই।
আমার প্যানেল যদি নির্বাচিত হয় প্রথম কাজ হবে বাচসাস এর একটি অফিস করা। আমাদের সদস্যরা যেখানে বসে আড্ডা দিবে, চা খাবে, একে অপরের সাথে সৌহাদ্য বিনিময় করবে।
অপর দিকে লাল-সবুজ প্যানেলের পরিচিতি অনুষ্ঠান হয় ২১ জুলাই। সে সময় প্যানেলের সাধারন সম্পাদক প্রার্থী কামরুজ্জামান বাবু বলেছেন, আমাদের প্যানেন জয়ী হলে আমরা ৬ মাসের মধ্যে নিজস্ব অফিসে বসবো। এছাড়া আমাদের কাজ হবেসদস্যদেমধ্যে ভুাতৃত্ববোধ তৈরি করা। আপনারা দক্ষ দেখে পক্ষ নেবেন।

ফালগুনী হামিদ- জসিম প্যানেলে প্রার্থী যারা-
ফালগুনী হামিদ,(সভাপতি), হামিদ মোহাম্মদ জসিম (সাধারণ সম্পাদক) রাজু আলীম (সহ সভাপতি) বাদল আহমেদ (সহ সভাপতি)
রিমন মাহফুজ (সহ সাধারণ সম্পাদক), সৈয়দা ফারজানা জামান রুম্পা (অর্থ সম্পাদক), রাহাত সাইফুল (সাংগঠনিক সম্পাদক),
শফিকুল আলম মিলন (আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক),আনজুমান আরা শিল্পী (সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক),
মুজাহিদ সামিউল্লাহ (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), আবু সুফিয়ান রতন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), সিরাজুল ইসলাম সিরাজ (দপ্তর সম্পাদক)
নির্বাহী সদস্য হলেন-
হাফিজুর রহমান সুরুজ, লিটন রহমান , হাসনাইন সাজ্জাদী , মনিরুল ইসলাম মানিক, খালেদ আহমেদ , শাহাবুদ্দিন মজুমদার , হাফিজ রহমান, ইরানী বিশ্বাস ও এ কে এম নিজামুল হক ইফতি।

লাল-সবুজ প্যানেলে প্রার্থী যারা-
কামরুজ্জামান বাবু (সাধারণ সম্পাদক) সৈকত সালাহউদ্দিন (সহ সভাপতি) রবিন শামস (সহ সভাপতি)
আবদুল্লাহ জেয়াদ (সহ সাধারণ সম্পাদক), মঈন আবদুল্লাহ (অর্থ সম্পাদক), এমএস রানা (সাংগঠনিক সম্পাদক),
জনি হক (আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক),শ্রাবনী হালদার (সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক),
লিমন আহমেদ (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), ইসরাফিল শাহীন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), নিপু বড়ুয়া (দপ্তর সম্পাদক)
নির্বাহী সদস্য হলেন-
ইব্রাহীম খলিল খোকন, লিটন এরশাদ, অঞ্জন রহমান, রাশেদ রাইন, আফিনা নাসরিন কলি, রেজাইল করিম রেজা, মাহমুদ মানজুর, শেখ সেলিম ও মীর সামী।
৫৩৮ জন সদস্য্এবার ভোট প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশন আলিমুজ্জামানসহ মোট ৫জন নির্বাচন পরিচালনা করছেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























