লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ‘সর্বশক্তি দিয়ে’ ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পরিকল্পনা নস্যাত ও প্রতিহত করার পূর্ণ অধিকার তার দেশের রয়েছে। তিনি সোমবার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।
মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার একদিন পর প্রেসিডেন্ট আউন এ বক্তব্য দিলেন।
আরব লীগ এমন সময় ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী’ বলল যখন লেবাননের পার্লামেন্টে দেশটির অত্যন্ত জনপ্রিয় এ সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে। ১২৮ আসনবিশিষ্ট লেবাননের বর্তমান পার্লামেন্টে হিজবুল্লাহর সংসদ সদস্য রয়েছেন ১৪ জন। এ ছাড়া, সাদ হারিরির নেতৃত্বাধীন লেবাননের বর্তমান জোট সরকারের অন্যতম শরীক হিজবুল্লাহ।
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করার কাজে হিজবুল্লাহ সব সময় লেবাননের সেনাবাহিনীকে সহযোগিতা করে এসেছে। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের বিতাড়নের কাজে হিজবুল্লাহ প্রধান ভূমিকা পালন করে।
এর আগে সোমবার বৈরুতে আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইতের সঙ্গে সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট কোনো কোনো আরব দেশের পক্ষ থেকে তার দেশে সংঘাত বাধানোর প্রচেষ্টার সমালোচনা করেন।

























