ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব বলেন, ‘ সরকার কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে সেটা হচ্ছে মশার ঘুমের ওষুধ। মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তিতে। কিন্তু প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে সে ওষুধ নেয়নি।’
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বেইলি রোডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে এসে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সরকার ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থতা আড়াল করতেই গণমাধ্যমের উপর দায় চাপাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘মূল দায়িত্বটা ছিল সরকারের। কিন্তু সরকারের যারা এর জন্য দায়িত্বপ্রাপ্ত তারা সে কাজটি করেনি, তারা তাচ্ছিল্য করেছে। তারা এটাকে অবজ্ঞা করেছে। কিন্তু এরমধ্যে অনেক মানুষ মারা যাচ্ছে। এতেই বোঝা যায় সরকার সমন্বিত উদ্যোগ নেয়নি। বরং এখনো তারা মানুষের জীবনমৃত্যু নিয়ে খেলা করছেন।’
অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার কারণে সারা দেশে ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























