সৌদি আরবে প্রায় ৩৬ হাজার ৭০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটিতে আবাসন ও শ্রমনীতি লঙ্ঘন করার দায়ে চলমান অভিযানের অধীনে বিভিন্ন রাজ্য থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার এই অভিযানের ৬ষ্ঠ দিন ছিল। এ খবর দিয়েছে সৌদি গালফ।
পুলিশের ডাইরেক্টর মেজর জেনারেল সালেহ সুলাইমান আল কারজাই বলেন, অভিযানে সংশ্লিষ্ট অপরাধকর্মে জড়িত ৬৩ জন সৌদি নাগরিককেও আটক করা হয়। পাশাপাশি বিপুলসংখ্যক অবৈধ বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
অভিযানের প্রথম চার দিনে ৬ হাজার ৬৩৫টি ট্রাফিক আইন অমান্য করার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলে জানান সালেহ সুলাইমান আল কারজাই। অন্যদিকে পুলিশের মুখপাত্র মেজর জাইদ আল দাব্বাস অবৈধ প্রবাসীদের আশ্রয় না দেয়া ও তাদের নিরাপদে সরে পড়ার সুযোগ না দিতে সৌদি আরবের নাগররিকদের সতর্ক করেছেন। তিনি বলেন, নির্দেশ অমান্য করে কেউ অবৈধ প্রবাসীদের সাহায্য করলে তাকে জরিমানা ও জেলে পাঠানো হতে পারে।

























