ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো। তিনি বলেন, ইরানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার ভিয়েনায় আইএইএ’র নির্বাহি পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
আমানো বলেন, আইএইএ এখনও সমঝোতা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইরানের যেসব স্থাপনা পরিদর্শনের প্রয়োজন ছিল সেগুলো পরিদর্শনে কোনো সমস্যা হয় নি বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ইরান পরিদর্শনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে নি।
গত ১৩ নভেম্বর আইএইএ’র সর্বশেষ প্রতিবেদনেও বলা হয়েছে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে। এ নিয়ে আইএইএ’র নয়টি প্রতিবেদনে ইরানের অবস্থানকে সঠিক বলে ঘোষণা করা হলো।
২০১৬ সালের জানুয়ারি থেকে পরমাণু সমঝোতার বাস্তবায়ন শুরু হয়েছে। তবে প্রথম থেকেই আমেরিকা সমঝোতা পুরোপুরি বাস্তবায়নে গড়িমসি করে আসছে।

























