০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

এরশাদের আসনে উপনির্বাচনে পার্লামেন্টারি বোর্ড ঘোষণা রওশনের

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ

নিজেকে জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান উল্লেখ করে দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী নির্বাচনের জন্য পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করেছেন। ১৩ সদস্যের বোর্ডে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নামও রয়েছে।

৫ সেপ্টেম্বর ইস্যু করা চিঠিতে বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন রওশন এরশাদ নিজেই। সদস্য সচিব করা হয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে।

জাতীয় পার্টির একাংশ রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করায় ‘গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার’ হুমকি দেয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের নাম রয়েছে সদস্য হিসেবে তিন নম্বরে।

এ সংক্রান্ত চিঠিতে রওশন লিখেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক আসন্ন রংপুর-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার লক্ষ্যে নিম্নলিখিত প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ স্বাক্ষরিত ওই চিঠিতে রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। অন্যদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন- গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, আতিকুর রহমান আতিক ও মজিবর রহমান সেন্টু।

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দেবর ও ভাবির সম্পর্ক এখন তেলেবেগুনে। আগের দিন মঙ্গলবার জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করতে সংসদে চিঠি দেন দলের কয়েকজন। পরদিন বুধবার রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য চিঠি দেয় জাতীয় পার্টির আরেক অংশ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

১৪ বছর পর বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে নামলো বিমান

এরশাদের আসনে উপনির্বাচনে পার্লামেন্টারি বোর্ড ঘোষণা রওশনের

প্রকাশিত : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯

নিজেকে জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান উল্লেখ করে দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী নির্বাচনের জন্য পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করেছেন। ১৩ সদস্যের বোর্ডে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নামও রয়েছে।

৫ সেপ্টেম্বর ইস্যু করা চিঠিতে বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন রওশন এরশাদ নিজেই। সদস্য সচিব করা হয়েছে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে।

জাতীয় পার্টির একাংশ রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করায় ‘গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার’ হুমকি দেয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের নাম রয়েছে সদস্য হিসেবে তিন নম্বরে।

এ সংক্রান্ত চিঠিতে রওশন লিখেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক আসন্ন রংপুর-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার লক্ষ্যে নিম্নলিখিত প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ স্বাক্ষরিত ওই চিঠিতে রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। অন্যদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন- গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, আতিকুর রহমান আতিক ও মজিবর রহমান সেন্টু।

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দেবর ও ভাবির সম্পর্ক এখন তেলেবেগুনে। আগের দিন মঙ্গলবার জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করতে সংসদে চিঠি দেন দলের কয়েকজন। পরদিন বুধবার রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য চিঠি দেয় জাতীয় পার্টির আরেক অংশ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ