০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

‘সাদ এরশাদই রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী’

সাদ এরশাদই রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আজ রবিবার এ তথ্য জানান তিনি।

জাপার চলমান সংকট নিয়ে শনিবার রাতে দুইপক্ষের   সমঝোতা বৈঠকে সাদকে প্রার্থী হিসেবে ফাইনাল করা হয়। তারই ধারাবাহিকতায় দুপুরে এ বিষয়ে ঘোষণা দেন দলের মহাসচিব রাঙ্গা।

এর আগে সমঝোতা বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেছিলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব নিজেই রংপুরের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য এই আসনে অংশ নিতে ৩ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন সাদ এরশাদ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

 

ট্যাগ :
জনপ্রিয়

১৪ বছর পর বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে নামলো বিমান

‘সাদ এরশাদই রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী’

প্রকাশিত : ০৪:১০:০০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯

সাদ এরশাদই রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আজ রবিবার এ তথ্য জানান তিনি।

জাপার চলমান সংকট নিয়ে শনিবার রাতে দুইপক্ষের   সমঝোতা বৈঠকে সাদকে প্রার্থী হিসেবে ফাইনাল করা হয়। তারই ধারাবাহিকতায় দুপুরে এ বিষয়ে ঘোষণা দেন দলের মহাসচিব রাঙ্গা।

এর আগে সমঝোতা বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেছিলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব নিজেই রংপুরের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য এই আসনে অংশ নিতে ৩ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন সাদ এরশাদ।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ