বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩০ রানে হারিয়েছে রাজশাহী কিংস।
নির্ধারিত ২০ ওভার খেলে ড্যারেন স্যামির রাজশাহী কিংস দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান। এই ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলার আগেই সবকটি উইকেট হারিয়ে হার নিয়ে মাঠ ছারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাট করতে নেমে ১৮৬ রান করতে গিয়ে তামিম (৬৩), সোহেব মালিক (৪৫), হাসান আলী (১৬) ছাড়া কেউই আর স্মমান জনক স্কোর করতে পারে নি। যার কারনে অধিনায়ক তামিম ইকবাল এই ম্যাচে ভালো করেও ৪৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জিতাতে পারেনি।
এর আগে রাজশাহী কিংস ব্যাট করতে নেমে শুরুটা ভালো ভাবেই করে। প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ৪২ রান তোলে তারা। সেখান থেকে পথ হারিয়ে ১২ ওভারে ৪ উইকেটে ৮৬ স্কোর দাড়ায়। মাঝের এই চিত্র আবার শেষ ওভারে বদলে দেন অধিনায়ক ড্যারেন সামি। প্রথম তিন ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেয়া সাইফের এই ওভার থেকে ৩২ রান তুলে নেন! এরপর দুই একজন বাদে ধারাবাবিক ভাবেই ভালো খেলেন সবাই।
লুক রাইট (৪২)জাকির হাসান(২০), মুশফিকুর রহিম(৮) জেমস ফ্রাঙ্কলিন(১৪) মেহেদী হাসান মিরাজ(০)। রাজশাহী থামে ৭ উইকেটে ১৮৫ রানে। শেষ পাঁচ ওভার থেকে দলটি রান তোলে ৭২। সামি ৪৭ করেন মাত্র ১৪টি বল থেকে।

























