০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ব্যাটে ঝড় তুললেন মাশরাফি

চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে ঝড় তুলেছেন মাশরাফি। তার ব্যাটিংয়ে ক্রিস গেইল পর্যন্ত দর্শক হয়ে গেলেন!

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়অ কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।

মাত্র ১৭ বলে রংপুর অধিনায়ক করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকালেন ৪টি। ওভার বাউন্ডারি ৩টি। আউট হলেন সানজামুলের বলে বোল্ড হয়ে।

অন্যপ্রান্তে গেইল তখন ৩০ রানে অপরাজিত। ম্যাশের তাণ্ডব দেখে গেইল নিশ্চয়ই আজ ম্যাচ শেষে বলবেন, ‘কেন ব্যাটিংটায় মনযোগ দিলে না ম্যাশ?’

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

ব্যাটে ঝড় তুললেন মাশরাফি

প্রকাশিত : ০৯:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ম্যাচে ঝড় তুলেছেন মাশরাফি। তার ব্যাটিংয়ে ক্রিস গেইল পর্যন্ত দর্শক হয়ে গেলেন!

১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন রংপুরের দুই ওপেনার ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম। আল আমিনের বলে বোল্ড হওয়অ কিউই হার্ডহিটার আজও বড় স্কোর করতে পারেননি। ২০ বলে করেছেন ১৫ রান। অধিনায়ক মাশরাফি ৩ নম্বরে নেমে গেইলের সঙ্গে ধুমধারাক্কা ব্যাটিংয়ে যোগ দেন। দুজনে মিলে তুলাধুনা করতে থাকেন চিটাগং বোলারদের।

মাত্র ১৭ বলে রংপুর অধিনায়ক করে ফেললেন ৪২ রান! বাউন্ডারি হাঁকালেন ৪টি। ওভার বাউন্ডারি ৩টি। আউট হলেন সানজামুলের বলে বোল্ড হয়ে।

অন্যপ্রান্তে গেইল তখন ৩০ রানে অপরাজিত। ম্যাশের তাণ্ডব দেখে গেইল নিশ্চয়ই আজ ম্যাচ শেষে বলবেন, ‘কেন ব্যাটিংটায় মনযোগ দিলে না ম্যাশ?’